Optical Illusion: হাতে সময় ৬ সেকেন্ড! একবার দেখে ভুল ধরতে পারলেই আপনি হবেন জিনিয়াস

বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলায় আমরা অনেকেই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা খেলেছি। সংবাদপত্র ও ম্যাগাজিনে একটা সময় এই ধরনের ধাঁধা বেশ জনপ্রিয় ছিল। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ফিরে এসেছে ফের একবার।

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) গেম

সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খেলা উপভোগ করছেন ব্যবহারকারীরা। অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিছকই একটি খেলা নয়, খেলোয়াড়ের ইন্দ্রিয় পরীক্ষার একটি মাধ্যমও বটে। আজ আমরা আপনাদের জন্য একটি মজার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে এসেছি। এই প্রতিবেদনে দেওয়া ছবিটি ভালো করে লক্ষ্য করুন।

আরোও পড়ুন : রক্ষকই ভক্ষক! দুর্গাপুরে ব্যবসায়ীর কাছ থেকে ১.১ কোটি টাকা লুঠের ঘটনায় ২ পুলিশকর্মী সহ গ্রেপ্তার ৬ জন

এই ছবিটিতে দেখতে পাবেন সবুজ জ্যাকেট পরা এক বৃদ্ধ লাঠি নিয়ে হেঁটে চলেছেন পাহাড়ি রাস্তায়। সেই বৃদ্ধের পিছন পিছন যাচ্ছে একটি বালিকা ও একটি কুকুর। মাত্র ৬ সেকেন্ড সময়ের মধ্যে আপনাদের এই ছবি থেকে একটি ভুল খুঁজে বার করতে হবে। সাধারণ চোখে এই ছবিটি খুবই স্বাভাবিক মনে হতে পারে। তবে এই ছবির মধ্যে রয়েছে মস্ত বড় একটি ভুল।

আরোও পড়ুন: রক্তাক্ত শেয়ার মার্কেট! হল বিরাট পতন, বিনিয়োগকারীরা হারালেন ৪ লক্ষ কোটি টাকা

সেই ভুলটি চিহ্নিত করার জন্য পাবেন ৬ সেকেন্ড সময়। আপনার সময় শুরু হচ্ছে এখন। ৬ সেকেন্ড সময়ের মধ্যে আপনি যদি এই অপটিক্যাল ইলিউশনটির (Optical Illusion) উত্তর খুঁজে বার করতে ব্যর্থ হন তাহলে আপনি পরাজিত হয়েছেন। আর আপনি যদি কোনও একটি উত্তর ভেবে থাকেন তাহলে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিন।

Optical illusion

এই ছবিটিতে যে ভুলটি রয়েছে সেটি হল বরফের মধ্যে পথচারীদের পায়ের ছাপ নেই। বরফের রাস্তায় হাঁটাচলা করলে স্বাভাবিকভাবেই সেখানে পায়ের ছাপ পড়বে। তবে সেই পায়ের ছাপ মিসিং রয়েছে ছবিতে। বন্ধুবান্ধব ও প্রিয় মানুষের সাথে আপনারাও মেতে উঠতে পারেন এই ধরনের অপটিক্যাল ইলিউশনের খেলায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর