বাংলাহান্ট ডেস্ক : ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে এগিয়ে চলেছে উত্তর বঙ্গোপসাগরের দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই নিম্নচাপের প্রভাবেই হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের (South Bengal) ২ জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে বৃষ্টিপাত।
দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়ার খবর
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই এই বৃষ্টিপাত আরম্ভ হবে। বৃষ্টিপাতের সাথে বজ্রপাতেরও সতর্কতা জারি করা হয়েছে।আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই দুই জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
আরোও পড়ুন : Serial: টুইস্ট এনেও ফেরানো গেল না দর্শক, পতন ঘনিয়ে আসছে প্রাক্তন টপার সিরিয়ালের
আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, সেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আগামী সপ্তাহ থেকে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরোও পড়ুন : গণেশ চতুর্থীতে চলছে ধনতেরাস অফার! এক ধাক্কায় আবার সস্তা সোনা, কলকাতায় কত?
গতকাল আবহাওয়া দপ্তর জানিয়েছিল, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘুর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় বর্তমানে অবস্থান করছে এই নিম্নচাপ। এটি পরে ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।
উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েক ঘণ্টায় বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলার দুটিতে সতর্কতা জারি হয়ে গিয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য এলাকায়। পার্বত্য অঞ্চলে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।