OC ধমক দিলেন মমতা, চাপে পুলিশ

 

বাংলাHunt :

গতকাল নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে সেখানে তিনি বলেন আমি লক্ষ রাখছি রাজ্যের একাধিক থানার ওসি এবং সাব-ইন্সপেক্টর সঠিক মত কাজ করছে না এবং অনেক জায়গায় বিজেপির হয়ে কাজ করছে বলে আমি সূত্র মারফত খবর পাচ্ছি।

 

তাদেরকে বলেন যত দ্রুত সম্ভব আপনারা অ্যাকশন নেবেন এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেদিকে নজর রাখবেন। এদিকে বিজেপি বারবার অভিযোগ করছে তাদের নেতাকর্মীদের বিভিন্ন গ্যাস দিয়ে আটক করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এবার কঠোর সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

63756 img 20190525 124300
এদিকে একাধিক ওসির তালিকা তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র খবর। যারা সঠিক কাজ না করবে তাদের বদলি করা হবে পুলিশ মহলে এই নিয়ে তীব্র দেখা দিয়েছে।

সম্পর্কিত খবর