৯১১নম্বরে ফোন, একদম সর্তক্য থাকু!

 

বাংলাHunt :

হঠাৎ আপনার ফোনে 911 নম্বার থেকে বিভিন্ন সময় কিছু প্রতারক সংস্থা তারা ফোন করছে। দয়া করে সেই নাম্বার কি রিজেক্ট লিস্ট বা কল না রিসিভ করার আবেদন জানিয়েছে একাধিক সচেতন সংস্থা।

 

তাদের দাবি এবং গোয়েন্দাদের দাবি তারা যেন একের পর এক বিভিন্ন সংস্থা সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের ব্যাংক একাউন্টে নম্বার জেনে যাচ্ছে এবং মানুষের সাথে প্রতারণা করছে।

a5b0c img 20190611 110637
অর্থাৎ বিভিন্ন নম্বর থেকে ফোন করে ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ছে, অনেকে সেই প্রতারক কাজের সাথে যুক্ত হয়েছে। ইতিমধ্যে পুলিশ কিছু জনকে চিহ্নিত করে তাদের আটক করেছে কিন্তু মানুষকে বোকা বানানোর জন্য একাধিক নম্বর পরিবর্তন করে ফোন করছে।।

সম্পর্কিত খবর