বাংলাHunt :
গতকাল নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন সন্দেশখালি ঘটনা সম্পূর্ণ বিজেপির পরিকল্পিত ঘটনা। মৃত্যু নিয়ে অহেতুক রাজনীতি করছে বিজেপি এবং তিনি এও জানান দুই জন মারা গেলেও কেউ বলছে ৪-৫ জন মারা গেছে। তিনি জানিয়েছেন নাম ঠিকানা দিন আমরা তাদের কোথায় আছে সঠিক তথ্য তুলে দেব।
পাল্টা হিসেবে বিজেপি নেতা মুকুল রায় বলেন নাম ঠিকানা বয়স বাড়ির ঠিকানা সব দিচ্ছি আমাদের কর্মীদের শুধু তিনি ফিরিয়ে দিন। যদি তিনি না পারেন তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে তিনি পদত্যাগ করবেন বলে করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুকুল রায়।
আজ ফের সাংবাদিক সম্মেলন করবেন এবং তিনি নিখোঁজ ব্যক্তিদের তথ্য তুলে দেবেন এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী তাদের খুঁজে বার করতে না পারে তা হলে বিজেপি আরো বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আজ ফের ৪তে বিজেপি দপ্তরে সাংবাদিক সন্মেলন করবেন মুকুল রায়৷ সেখানে কি বলে সেই দিকে সবার নজর রয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার