আর নয় অপেক্ষা! বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার ঘোষণা হবে এইদিন, জানুন সম্ভাব্য দল

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। এখনও পর্যন্ত এই সিরিজের জন্য টিম ইন্ডিয়া (India National Cricket Team) ঘোষণা করেনি BCCI। এদিকে, এই সিরিজ শুরু হতে এখনও প্রায় ১০ দিন বাকি। এমতাবস্থায়, কবে ভারতীয় দলের ঘোষণা হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। ঠিক এই আবহেই এবার বড় আপডেট সামনে এসেছে।

কবে হবে ভারতীয় দলের (India National Cricket Team) ঘোষণা:

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগামীকাল অর্থাৎ ৯ সেপ্টেম্বর রবিবার টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ঘোষণা করা হবে। জানিয়ে রাখি যে, কোচ হিসেবে এটিই হবে গৌতম গম্ভীরের প্রথম টেস্ট সিরিজ। রিপোর্টে আরও বলা হয়েছে গম্ভীর অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের সাথে দল নির্বাচন করবেন।

India National Cricket Team for Test series against Bangladesh.

প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ সম্পন্ন হবে। এরপর আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজের পর এই দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও সম্পন্ন হবে। এমতাবস্থায়, আগামী রবিবার T20 সিরিজের জন্য ভারতীয় দলের (India National Cricket Team) ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন: পাকিস্তানে আচমকাই “জরুরি অবস্থা”-র ঘোষণা শরীফের! কারণ জানলে হয়ে যাবেন “থ”

ফিরবেন পন্থ, বিশ্রামে বুমরাহ: জানিয়ে রাখি যে, দলীপ ট্রফির প্রথম রাউন্ডে দুর্দান্ত ব্যাটিং করা তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ফিরবেন। তবে, ভারতের তারকা ফাস্ট বোলার বুমরাহকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। একই সঙ্গে কেএল রাহুলের টেস্ট দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। এদিকে, দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা কিছু তরুণ খেলোয়াড়ও বাংলাদেশ সিরিজে সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এই ৩ টি কারণে আগামী ৩ মাসে হু হু করে বাড়বে সোনার দাম, মাথায় হাত গ্রাহকদের

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতের সম্ভাব্য ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, কেএল রাহুল (রিজার্ভ ওপেনার), ধ্রুব জুরেল (রিজার্ভ উইকেটরক্ষক), কুলদীপ যাদব এবং নবদীপ সাইনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর