আম্বানি নয়, বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হতে চলেছেন গৌতম আদানি, প্রথম স্থানে কে?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের প্রসঙ্গ সামনে এলেই উঠে আসে ইলন মাস্ক থেকে শুরু করে বার্নার্ড আর্নল্ট, মার্ক জুকেরবার্গ, বিল গেটস, কিংবা আম্বানি-আদানিদের (Gautam Adani) নাম। কিন্তু, আপনি কি জানেন বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার কে হবেন? অনেকেই এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন না। তবে এবার, এমন একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে ট্রিলিয়নেয়ার কারা হতে পারেন সেই বিষয়ে তথ্য উপস্থাপিত করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সেখানে নাম রয়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani)। পাশাপাশি, এটাও বলা হয়েছে যে, আদানি বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হতে পারেন।

কে হবেন প্রথম ট্রিলিয়নেয়ার:

জানিয়ে রাখি যে, এক ট্রিলিয়ন লেখার জন্য ১-এর পিঠে ১২ টি শূন্য বসাতে হয়। অর্থাৎ, ট্রিলিয়নেয়ার হওয়ার ক্ষেত্রে যে বিপুল সম্পদের অধিকারী হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বিশ্ব তার প্রথম ট্রিলিয়নেয়ার পেতে পারে। সেক্ষেত্রে ইলন মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার। ২০২৭ সাল নাগাদ, তাঁর মোট সম্পদের পরিমাণ এক লক্ষ কোটি ডলার অর্থাৎ ৮,৩৯,৬৭,৯২,০৯,০০,০০০০ টাকায় পৌঁছতে পারে।

Gautam Adani is going to be the second trillionaire in the world.

এদিকে, এর ঠিক এক বছর পরে, ভারতের তার প্রথম ট্রিলিয়নেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেশের তৃতীয় বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) ২০২৮ সালে বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হিসেবে বিবেচিত হতে পারেন। তবে, এর জন্য তাঁর মোট সম্পদ বার্ষিক গড়ে ১২৩ শতাংশ বৃদ্ধি হতে হবে। ব্লুমবার্গের মতে, মাস্ক বর্তমানে ২৩৭ বিলিয়ন ডলারের ওপর ভর করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। এদিকে, আদানি ৯৯.৬ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় ১৩ নম্বর স্থানে রয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে আচমকাই “জরুরি অবস্থা”-র ঘোষণা শরীফের! কারণ জানলে হয়ে যাবেন “থ”

আদানি হতে পারেন দ্বিতীয় ট্রিলিয়নেয়ার: ইনফর্মা কানেক্ট অ্যাকাডেমির একটি সমীক্ষা অনুসারে, টেসলা, স্পেসএক্স এবং এক্স-এর মতো একাধিক কোম্পানি পরিচালনাকারী মাস্কের মোট সম্পদ বার্ষিক গড়ে ১১০ শতাংশ হারে বাড়ছে। এই অনুসারে, ২০২৭ সালের মধ্যে তাঁর মোট সম্পদ ৪ গুণেরও বেশি বৃদ্ধি পাবে। এই বছর এখনও পর্যন্ত, মাস্কের মোট সম্পদ ৭.৭৩ বিলিয়ন ডলার বেড়েছে। অন্যদিকে, গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পদের পরিমাণ বার্ষিক গড়ে ১২৩ শতাংশ হারে বাড়ছে। এমতাবস্থায়, যদি আদানির সম্পদ এই গতিতে বাড়তে থাকে সেক্ষেত্রে ২০২৮ সালের মধ্যে তিনি ট্রিলিয়নেয়ার হয়ে যাবেন। এই বছর অর্থাৎ ২০২৪ সালে আদানির মোট সম্পদের পরিমাণ ১৫.৩ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানির পর এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় আদানি দ্বিতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এই ৩ টি কারণে আগামী ৩ মাসে হু হু করে বাড়বে সোনার দাম, মাথায় হাত গ্রাহকদের

এই ধনকুবেররাও রয়েছেন তালিকায়: জানিয়ে রাখি যে, ১৯১৬ সালে বিশ্বের প্রথম বিলিয়নেয়ার হিসেবে বিবেচিত হয়েছিলেন আমেরিকার জন ডি. রকফেলার। তারপর থেকেই প্রথম ট্রিলিয়নেয়ার কে হবেন এই প্রশ্ন সবার মনে ছিল। রিপোর্ট অনুযায়ী ইলন মাস্ক এবং গৌতম আদানির (Gautam Adani) পর AI চিপপ্রস্তুতকারী সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং ইন্দোনেশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি প্রাজোগো পেনগেস্তুও ২০২৮ সালের মধ্যে ট্রিলিয়নেয়ারদের ক্লাবে যোগ দিতে পারেন। এদিকে, ফরাসি ব্যবসায়ী এবং বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়নেয়ার হতে পারেন। ওই একই বছরে, ফেসবুকের মূল কোম্পানি মেটার সিইও মার্ক জুকেরবার্গও ট্রিলিয়নেয়ার ক্লাবের অংশ হতে পারেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত মাত্র কয়েকটি কোম্পানি ট্রিলিয়নেয়ার ক্লাবে জায়গা পেয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপল, মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যালফাবেট, অ্যামাজন, সৌদি আরামকো এবং মেটা। ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়েও সম্প্রতি এক ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ অর্জন করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর