বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ধাওয়ান !

 

বাংলা hunt ডেস্ক : এবছর বিশ্বকাপে এখনও অবধি অপ্রতিরোধ্য রয়েছেন ভারতীয় ক্রিকেট দল।প্রথম দুই ম‍্যাচে প্রথমে সাউথ আফ্রিকা আর তারপর অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিমধ্যে শুরুটা বেশ জমকালো ভাবেই করেছে বিরাট রা।আসছে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে দল।আর তার আগে হঠাৎই অন্ধকার গ্রাস করলো ভারতীয় শিবির কে।গত অস্ট্রেলিয়া ম‍্যাচে ১০৯ বলে ১১৭ রান করেছিলেন ধাওয়ান, তার দুরন্ত শতরান ভারত কে পাহাড় প্রমান টার্গেট দিতে সাহায্য করে।

 

আর এই ম‍্যাচেই আঙুলে চোট পান ধাওয়ান ,যার জেরে তিন সপ্তাহ মাঠের বাইরে বেরিয়ে গেলেন এই তারকা ক্রিকেটার‌।

a0a6f img 20190611 wa0019 1

আর এই সাথে মনে করা হচ্ছে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হলো ধাওয়ানের।ইতিমধ্যে তার পরিবর্ত ক্রিকেটার বাছাই নিয়ে তৈরি হলো জোর আলোচনা।

সম্পর্কিত খবর