দীর্ঘ বিরতির অবসান! ছোটপর্দায় ফিরছেন রুপা ভট্টাচার্য, কোন সিরিয়ালে ফিরছেন তিনি?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা রুপা ভট্টাচার্য অর্থাৎ রুপালি রাই ভট্টাচার্য (Rupali Rai Bhattacharya)। দীর্ঘ দিনের অভিনয় জীবনে ‘খলনায়িকা’ শব্দটা যেন তাঁর (Rupali Rai Bhattacharya) নামের সাথে জুড়ে গিয়েছে।  সিনেমা হোক কিংবা সিরিয়াল প্রতিটি ক্ষেত্রেই নায়ক নায়িকাদের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ খল নায়ক -নায়িকারাও। আসলে পর্দায় যে কোনো নায়ক-নায়িকার চরিত্রকে আরো বলিষ্ঠভাবে ফুটিয়ে তোলার জন্য যেকোনো খলনায়কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে খলনায়িকা না থাকলে ধারাবাহিকের গল্পই এগোবে না। নায়ক নায়িকাদের জীবনে বাধাবিপত্তি তৈরী করাই তো তাদের কাজ।

বাংলা সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় খলনায়িকা রুপালি রাই ভট্টাচার্য (Rupali Rai Bhattacharya)

আর নায়ক-নায়িকারা যদি বাধা-বিপত্তির সম্মুখীনই না হন তাহলে সেই গল্পের প্রতিই আগ্রহ হারাবেন দর্শক। আর এটা একেবারে লিখিত সত্য। এক্ষেত্রে ব্যাতিক্রম নয়  জি বাংলার আসন্ন মেগা সিরিয়াল আনন্দীও। নীলাঞ্জনা সেনগুপ্তের নতুন প্রোডাকশন হাউসের সিরিয়াল আনন্দী। উর্মি-সাত্যকি জুটির এই কাম ব্যাক মেগা নিয়ে আপাতত আনন্দে মশগুল বাংলা সিরিয়ালের দর্শকরা।

এই নতুন মেগায়  আরও একবার জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখার্জি এবং অভিনেত্রী অন্বেষা হাজরা। প্রোমো আসার সময় থেকেই এই মেগা সিরিয়ালটি নিয়ে দারুন আগ্রহী দর্শকরা। ইতিমধ্যে জানানো হয়েছে এই সিরিয়াল সম্প্রচারের সময়। যার ফলে অসময়ে শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কে প্রথম কাছে এসেছি’।

আরও পড়ুন :  নতুন সিরিয়ালে তিতিক্ষার নায়ক হচ্ছেন অর্কপ্রভ! কবে আসছে প্রোমো?

আগামী ২৩ সেপ্টেম্বর থেকেই সন্ধ্যা সাড়ে ছয়টার স্লটে সম্প্রচারিত হবে আনন্দী।  দীর্ঘদিনের বিরতি কাটিয়ে এই ধারাবাহিকের হাত ধরেই খলনায়িকার চরিত্রে কামব্যাক করতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুপালি রাই ভট্টাচার্য (Rupali Rai Bhattacharya)। আসন্ন মেগায় অন্বেষা অভিনয় করবেন আনন্দীর চরিত্রে। আর ঋত্বিককে দেখা যাবে অগ্নি গঙ্গোপাধ্যায়ের চরিত্রে।

Rupa

অন্বেষা নার্স এবং ঋত্বিক থাকছেন একজন পেশাদার চিকিৎসকের ভূমিকায়। জানা যাচ্ছে, খলনায়িকার চরিত্রে থাকা রুপার সাথেই  সিরিয়ালে জমে উঠবে নায়ক অগ্নি গঙ্গোপাধ্যায়ের টক্কর। তবে সিরিয়ালে তাঁর  এন্ট্রি কিভাবে হবে? কিংবা কেমন চরিত্রে তিনি অভিনয় করবেন সবটা  নিয়েই আপাতত সাসপেন্স বজায় রেখেছেন অভিনেত্রী। তিনি শুধু জানিয়েছেন এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হলেও দর্শকরা ধীরে ধীরে সবটা জানতে পারবেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর