শুধুমাত্র এই কাজ করেই দিনে আয় ৪০-৫০ লক্ষ টাকা, অবশেষে ফাঁস ওরি রহস্য!

বাংলাহান্ট ডেস্ক : ওরি (Orry), নামটার সঙ্গে এখন পরিচিত প্রায় সকলেই। যাঁরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, তাঁরা সকলেই এখন চিনে গিয়েছেন ওরি (Orry) কে। পুরো নাম ওরহান অবত্রমানি (Orhan Awatramani) হলেও তিনি বেশি পরিচিত ওরি (Orry) নামেই। আচমকাই যেন ভুঁইফোঁড় এর মতো উদয় হয়েছেন তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে। হঠাৎ করেই লাইমলাইটে উঠে আসা এই ওরি আসলে কে? তাঁর কাজ কী? কত টাকাই বা রোজগার করেন ওরি (Orry)?

কে এই ওরি (Orry)

ওরি (Orry) কে, এই প্রশ্নটি বিগত বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি স্বয়ং করণ জোহরও ওরি (Orry) কে প্রশ্ন করে ফেলেছেন তাঁর কাজটা কী? ওরির কথায়, তিনি ‘লিভার’। জীবন যাপন করাই তাঁর কাজ। তবে ওরির (Orry) জীবন যাপনের ধরণ অবশ্য কোনো সাধারণ মানুষের ভাবনারও বাইরে। যে বিলাসব্যসনে তিনি জীবন কাটান তা জানলে চোখ কপালে উঠবে।

আরো পড়ুন : আন্দোলনের মাঝেই নবান্নে মুখ্যমন্ত্রীর মুখোমুখি ঋতাভরী! মমতাকেই সমর্থন ইশার, নায়িকা যা বললেন…

কত টাকা উপার্জন করেন ওরি

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ওরি (Orry)। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট এবং ফোনের কভার প্রায়ই উঠে আসে চর্চায়। পাশাপাশি যথেষ্ট স্পষ্টবাদী তিনি। মাঝে মধ্যেই বিভিন্ন তারকাকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে লাইমলাইট কেড়ে নেন তিনি। আবার বলিউডের প্রতিটি পার্টিতে তাঁর উপস্থিতিও নজর কাড়ে সহজেই। তাঁর ছবি তোলার স্টাইল বর্তমানে ট্রেন্ডিং। শোনা যায়, ছবি তোলার জন্য নাকি মোটা অঙ্কের টাকা চার্জ করেন ওরি (Orry)।

আরো পড়ুন : রগরগে ঘনিষ্ঠতার দৃশ্যে চোখ উঠবে কপালে, ছোটদের সামনে দেখবেন না বলিউডের এই ছবিগুলি

এত টাকার উৎস কী

সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে মুখ খোলেন ওরি (Orry)। কোনো রাখঢাক না করেই তিনি ফাঁস করেন নিজের রোজগারের উৎস। ওরি জানান, তিনি সিনেমা করেন না। কারণ অত পরিশ্রম তাঁর দ্বারা হবে না। তিনি শুধুমাত্র ছবি তোলেন। বিভিন্ন পার্টিতে গিয়ে নিজের সিগনেচার স্টাইলে ছবি তুলেই নাকি দিনে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি।

Orry

মূলত বিভিন্ন পার্টিতে তারকাদের সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওরি (Orry)। এই ‘সামান্য’ কাজ করেই তিনি এক দিনে রোজগার করেন ২০-৩০ লক্ষ টাকা। অনেকে রীতিমতো পার্টিতে আমন্ত্রণ করে থাকেন ওরিকে। বলিউডের নবীন থেকে প্রবীণ প্রত্যেকের সঙ্গেই রয়েছে ওরির পরিচয়। তবে ইন্ডাস্ট্রির তরুণ ব্রিগেডের মধ্যে বেশি জনপ্রিয়তা রয়েছে ওরির। প্রায়ই স্টারকিডদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর