বাংলা হান্ট ডেস্ক: হিজাব না পরা এক মহিলাকে ট্যাক্সি থেকে মাঝ রাস্তায় নামিয়ে দেন চালক। ঘটনাটি ঘটেছে ইরানে। ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় ট্যাক্সিচালকের ছবি দিয়ে লেখেন,” এই সেই চালক যিনি মাঝরাস্তায় আমাকে ট্যাক্সি থেকে নামিয়ে দেয়।” ওই মহিলা ‘স্ন্যাপ’ নামে ওই ট্যাক্সি অ্যাপ বন্ধের দাবিও জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইরানের রক্ষণশীলরা ‘স্ন্যাপ’ এর চালকের এই ব্যাবহারের তীব্র সমালোচনা করছেন, তারা বলছেন যারা ইসলামী মূল্যবোধকে সম্মান জানাতে পারে না তাদের সামনে মাথা নত করা উচিত না।
এই ঘটনায় ‘স্ন্যাপ’ অ্যাপ কোম্পানি থেকে অভিযোগকারীর কাছে ক্ষমা চাওয়া হয়েছে। ওই মহিলা জানান স্ন্যাপ কোম্পানি চালককে কড়া শাসনের প্রতিশ্রুতি দিয়েছেন।
এই ঘটনায় একজন টুইট করেছেন, “ওই নারীর অশালীন আদব-কায়দার জন্য যদি কোম্পানির ম্যানেজার ক্ষমা চেয়ে থাকে তাহলে স্ন্যাপ অ্যাপ বন্ধের পাশাপাশি তাকে ইসলামিক প্যানেল কোডে বিচার করা উচিত কারণ তিনি ওই চালককে শাসন এর মাধ্যমে নারীদের এ ধরনের অশ্লীলতা কে উস্কানি দিচ্ছেন।