এখন থেকেই ছেলেকে ‘ঠিক-ভুল’ শেখাচ্ছেন শুভশ্রী! ইউভানের প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Published On:

বাংলা হান্ট ডেস্ক : টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মানেই যেন দু’হাতে দশভূজা। অভিনয়ের পাশাপাশি একা হাতেই সামলাচ্ছেন ঘর-সংসার। এরই মাঝে দুই সন্তান ইউভান (Yuvaan) এবং ইয়ালিনিকে নিয়েই জীবন অভিনেত্রীর। অভিনেত্রীর ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেন এনে দেয় তাঁর দুই সন্তান। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুন অ্যাক্টিভ থাকেন নায়িকা। ইউভান (Yuvaan) জন্মানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় সে।

ইউভানের (Yuvaan) কান্ড দেখে অবাক নেটপাড়া

কেউ কেউ তো তাঁকে টলিউডের তৈমুর খানও বলে থাকেন। এই বয়সেই সোশ্যাল মিডিয়া সেনজেশন হয়ে উঠেছে রাজ-শুভশ্রীর ছেলে। যদিও এখনও  পর্যন্ত মেয়ে ইয়ারলিনের একটাও ছবি সামনে আনেননি এই তারকা দম্পতি। তবে এইটুকু বয়স থেকেই ইউভানের (Yuvaan) জনপ্রিয়তা নিমেষে টেক্কা দেবে তাঁর বাবা-মাকেও। এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ফ্যান পেজ রয়েছে এই তারকা সন্তানের।

এইটুকু বয়সেই কখনও গান গেয়ে, আবার কখনও কবিতা শুনিয়ে অনুরাগীদের মন জয় করেছে ইউভান। আবার কখনও মন দিয়ে পুজো করতেও দেখা যায় ইউভানকে। তার শঙ্খ বাজানো শুনে মুগ্ধ হয়েছে গোটা নেটপাড়া। কখনও আবার দেখা গিয়েছে বাবা রাজ চক্রবর্তীর সাথে শুটিং ফ্লোরে ক্যামেরার দিকে চোখ রেখেছে একরত্তি। এসবের পাশাপাশি এখন থেকেই ছেলেকে কড়া হাতে শাসন করেন শুভশ্রী।

আরও পড়ুন : দীপার জন্মদিনে সূর্যর ‘অনুরাগের ছোঁয়া’! নায়িকার জন্মদিনে কি উপহার দিলেন দিব্যজ্যোতি

ছেলেকে শেখাচ্ছেন কোনটা ঠিক ভুল? সম্প্রতি তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছোট ইউভানের  সাথে মাম্মা শুভশ্রীর একটি ভিডিও। এতটুকু বয়সে ইউভান যেন জ্ঞানের পাহাড়। খেলার ছলেই  শুভশ্রী তাঁকে শেখাচ্ছেন কোনটা ভালো আর কোনটা খারাপ খাবার  .অর্থাৎ কোন খাবারের মধ্যে রয়েছে স্বাস্থ্য গুণ আর কোনটা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক?

মজার সেই খেলাতে ইউভানের কাজ ছিল ভালো আর খারাপ খাবার বেছে নেওয়া। ভিডিও এগানোর সাথে সাথেই দেখা যায় শুভশ্রী এক এক করে জাঙ্কফুড আর স্বাস্থ্যকর খাবারের নাম বলে চলেছেন আর হাসিমুখে মাম্মার প্রশ্নের জবাব দিয়ে চলেছে ইউভান।  এই ভিডিও দেখে কমেন্ট সেকশনে উপচে পড়েছে একের পর এক মন্তব্য। তবে এইটুকু বয়স থেকেই ইউভান কিন্তু তাঁর মায়ের বাধ্য ছেলে।  ভাইরাল ভিডিওগুলি কিন্তু সেই কথাই বলছে।  কিন্তু দাদা ইউভান  যতই মজার ভিডিও শেয়ার করুক না কেন নেটিজেনরা  অপেক্ষায় রয়েছেন বোন ইয়ালিনিকে দেখার জন্য।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X