কত লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন সুকন্যা? কী কী শর্তে মঞ্জুর হল জামিন? জানলে থ হয়ে যাবেন

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার জামিন পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) দীর্ঘ ১৫ মাস পর জেলমুক্তি। সুকন্যার শর্তসাপেক্ষে জামিনের আর্জি মঞ্জুর করেছে দিল্লি হাই কোর্ট। তবে জেল থেকে বেরিয়ে এলেও একাধিক শর্ত মানতে হবে কেষ্ট-কন্যাকে।

এর আগেও জামিনের আর্জি জানিয়েছিলেন সুকন্যা। কোনোবার সায় না মিললেও এবার শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়। গরু পাচার মামলায় গত বছর এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা। এই একই মামলায়, তার বাবা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর পর, ২ বার দিল্লিতে ইডি হাজিরা এড়ান সুকন্যা মণ্ডল। এরপর তৃতীয়বার ইডির ডাকে দিল্লি পৌঁছলে তদন্তকে বিভ্রান্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি।

৮ শর্তে জামিন সুকন্যার…

মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা সুকন্যার জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। কোনো শর্ত ভাঙলে তাকে কড়া শাস্তির মুখ পড়তে হবে। প্রথমত ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুকন্যা। আদালতের নির্দেশ, এই সংক্রান্ত মামলার শুনানির সময় তাকে আদালতে হাজির থাকতে হবে।

তিনি কখনো বিদেশ গেলে তার নিম্ন আদালতের অনুমতি প্রয়োজন। তা ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না। পাশাপাশি সুকন্যা যে মোবাইল নম্বর ব্যবহার করেন তা তদন্তকারী অফিসারদের দিতে হবে। কখনও তিনি ফোন বন্ধ করতে পারবেন না। এই মামলার কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না সুকন্যা। দিল্লিতে তিনি কোথায় থাকছেন সেই ঠিকানা দিতে হবে তদন্তকারীদের।

Anubrata Mondal daughter Sukanya Mondal gets bail big feast arranged in Birbhum

আরও পড়ুন: আজ থেকে টানা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে! ভিজবে কলকাতাও, কতদিন চলবে? আবহাওয়ার খবর

প্রসঙ্গত ২০২২ সালের অগস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। তারপর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। এরপর কেষ্ট গ্রেফতারির সাড়ে আট মাস পর গ্রেফতার হয়েছিলেন সুকন্যা। বাবার মতো তিহাড় জেলে ঠাঁই হয় মেয়ে সুকন্যারও। সেখান থেকে আগেও বেশ কয়েক বার তিনি জামিনের আবেদন করেছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর