চুলে কালার করার পরও তাকায়নি প্রেমিকা, রাগের চোটে প্রেমিকার চুল কেটে নিলো যুবক:-

 

বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটির কেন্দ্রবিন্দু হলো কাঁচড়াপাড়া। ওই এলাকার বাসিন্দা বছর ২২ এর সুমন তার প্রেমিকা ইশিতার চুল প্রকাশ্যে সবার সামনে কাঁচি দিয়ে কেটে ফেলল।

 

জানা গিয়েছে, সুমনের কিছু সমস্যার জন্য তার চুল পেকে যেতো। তাই গতকাল সে চুলে কালার করে দেখা করতে যায় তার সাথে। ক্রমাগত সুমন তার ব্যবহারের মধ্য দিয়ে এই ব্যপারটি বোঝানোর চেষ্টা করলেও ঈশিতা বুঝতে পারেন না। অবশেষে ক্ষোভে, দুঃখে তার গাজা ক্রাশ করার কাঁচিটি বের করে প্রকাশ্যে প্রেমিকার চুলের বিনুনি কেটে ফেলে সে।

ea022 img 20190611 wa0034

ঘটনাটির পরেই ঈশিতা প্রচন্ড চিৎকার করতে থাকলে আশেপাশের মানুষজন এসে পরিস্থিতি সামাল দেয়।

সম্পর্কিত খবর