আসছে পুজো, দুর্দান্ত খবর দিল মেট্রো রেল! নয়া আপডেট পেয়েই লাফাচ্ছে আমজনতা! জানেন তো?

বাংলাহান্ট ডেস্ক: বহুদিন আগেই ভারতীয় রেল টিকিট বুক করার অ্যাপ নিয়ে এসেছে দেশবাসীর জন্য। লোকাল ট্রেন হোক কিংবা দূরপাল্লার, স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে বুক করে ফেলা যায় ট্রেনের টিকিট। এবার সেই পথে হাঁটল কলকাতা মেট্রো (Kolkata Metro)। টিকিট বুক করার জন্য কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফ থেকে নিয়ে আসা হল বিশেষ অ্যাপ।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) নয়া প্ল্যানিং

মেট্রো স্টেশনে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ হতে চলেছে এবার। যেকোনো জায়গা থেকেই এবার অ্যাপের মাধ্যমে কেটে ফেলা যাবে মেট্রোর টিকিট (Metro Ticket)। একটি ভিডিও বার্তার মাধ্যমে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা মেট্রোর এই অ্যাপ মিলবে গুগল প্লে স্টোর থেকে অন্যান্য অ্যাপ স্টোরে।

আরোও পড়ুন : বহু বছর আগে ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ, তবুও রয়েছে তিক্ততা, মালাইকার ঘোর দুঃসময়েও পাশে থাকলেন না সলমন

যাত্রীরা এই অ্যাপের মাধ্যমেই কেটে ফেলতে পারবেন মেট্রোর টিকিট। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার হয়রানি থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ। রাস্তাঘাট থেকে শুরু করে যে কোনও জায়গায় এই অ্যাপ থেকে টিকিট বুক করে ফেলতে পারবেন যাত্রীরা। ‘কলকাতা মেট্রো রাইড’ নামক অ্যাপটি বেশ কিছুদিন আগেই লঞ্চ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আরোও পড়ুন : স্পাইডার ম্যান থিম কেক! মায়ের কোলে ইয়ালিনী, দাদা ইউভানের কেক কাটা দেখে অবাক ছোট্ট বুনু

এবার এই অ্যাপে সংযোজন হল কিউআর টিকিট বুকিং পরিষেবা। অ্যাপের মাধ্যমে কাটা টিকিট শেয়ার করা যাবে অন্যান্যদের সাথে। তবে এই টিকিট কিন্তু শুধুমাত্র একবার যাত্রার জন্যই বৈধ। মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway) জানিয়েছে, একটি টিকিটের বৈধতা থাকবে ২৪ ঘন্টা। তা হলেও, উপকৃত হবেন যাত্রীরা।

Kolkata Metro

কলকাতা মেট্রো (Kolkata Metro) এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং ছাড়াও স্টেশন অনুসন্ধান, মেট্রোর টাইমিং, স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে। দুর্গাপুজোর আগে নতুন এই পরিষেবার শুরু করে কলকাতা মেট্রো নতুন উপহার দিল শহরবাসীকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর