“আমি এখানে….”, মহাকাশে ৪২০ কিমি দূর থেকে সাংবাদিক সম্মেলন সুনীতার! জানালেন “দুঃখের কথা”

বাংলা হান্ট ডেস্ক: গত সপ্তাহে পৃথিবীতে ফিরে এসেছে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল। এমতাবস্থায়, মহাকাশেই আটকে রয়েছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)। তবে, এবার তাঁরা পৃথিবী থেকে ৪২০ কিমি দূর থেকে সাংবাদিক সম্মেলন করেছেন। গত শুক্রবার সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ওই সাংবাদিক সম্মেলনে জানান যে, তাঁদের ছাড়া বোয়িংয়ের উড়ান এবং কক্ষপথে আরও কয়েক মাস ব্যয় করার সম্ভাবনা মোকাবিলা করা খুব কঠিন ছিল। এদিকে, বোয়িং স্টারলাইনারের প্রত্যাবর্তনের পর এটি ছিল সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের জনসাধারণের উদ্দেশ্যে প্রথম প্রতিক্রিয়া।

মহাকাশ থেকে সাংবাদিক সম্মেলন সুনীতার (Sunita Williams):

৪২০ কিলোমিটার দূরে মহাকাশ থেকে সাংবাদিক সম্মেলন: শুক্রবার মধ্যরাতে ভারতীয় সময় অনুযায়ী (শনিবার রাত ১২.১৫ মিনিটে) এই সাংবাদিক সম্মেলন শুরু হয়। সেখানে মিডিয়ার সাথে কথা বলার সময়ে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর একাধিক প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের অনুভূতির কথাও উপস্থাপিত করেন। ওই কথোপকথনের সময়ে সুনীতা জানান যে, “এখানে আটকে থাকা এবং কক্ষপথে কয়েক মাস কাটানো আমার পক্ষে কঠিন ছিল। তবে আমি মহাকাশে থাকার বিষয়টি উপভোগ করি”

সেখান থেকেই নির্বাচনে ভোট দেবেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে সুনীতা (Sunita Williams) ও বুচ উইলমোর জানিয়েছেন, “আমরা মহাকাশ থেকেই ভোট দেওয়ার পরিকল্পনা করছি।” উইলিয়ামস হাসিমুখে বলেন, “এটা সত্যিই অনেকটাই আলাদা হবে যে আমরা মহাকাশ থেকে ভোট দেব।”

Sunita Williams press conference from 420 km in space.

কোন কারণে দুঃখিত: তিনি (Sunita Williams) আরও জানান যে, “আমি আমার মায়ের সাথে মূল্যবান সময় কাটাতে চেয়েছিলাম। কিন্তু একই মিশনে দু’টি ভিন্ন যানে থাকতে ভালো লাগছে।” সুনীতা বলেন, “আমরা টেস্টার এবং এটাই আমাদের কাজ।” মহাকাশচারীরা এটাও জানিয়েছেন যে, “আমাদের ছাড়া বোয়িংয়ের স্টারলাইনকে পৃথিবীতে ফিরে যেতে দেখার বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখের।”

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর কাশ্মীর সফরের আগে উত্তপ্ত ভূস্বর্গ! শুরু এনকাউন্টার, নিকেশ একাধিক সন্ত্রাসবাদী

তাঁরা কবে ফিরবেন: জানিয়ে রাখি, সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর বোয়িংয়ের স্টারলাইনারে মহাকাশ সফরে গিয়েছিলেন। তবে স্টারলাইনারে প্রযুক্তিগত ত্রুটির কারণে তাঁরা দু’জনেই আটকে পড়েন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সম্প্রতি, বোয়িংয়ের স্টারলাইনার ক্রু ছাড়াই পৃথিবীতে অবতরণ করেছে। এমতাবস্থায়, NASA সুনিতা উইলিয়ামস এবং উইলমোরের প্রত্যাবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে। তাঁরা ক্রু ৯ মিশনের অংশ হবেন এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসবেন।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে শুরু যুদ্ধের প্রস্তুতি! চেন্নাই পৌঁছল টিম ইন্ডিয়া, শুরু হল অনুশীলন

৮ দিনে আসার কথা ছিল, থাকতে হবে ৮ মাস: উল্লেখ্য যে, মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর ৮ দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন। কিন্তু, এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেক্ষেত্রে তাঁদের দু’জনকেই এবার মহাকাশে ৮ মাসেরও বেশি সময় থাকতে হবে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর