পাল্টে গেল পোর্টব্লেয়ারের ‘পরিচয়’, মোদি বদলে দিল নাম!জানেন,কী হল এই ঐতিহাসিক স্থানের নামকরণ?

বাংলাহান্ট ডেস্ক : মোদি সরকারের আমলে ফের একবার জায়গার নাম বদলের উদ্যোগ। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম বদল করে রাখা হল শ্রী বিজয় পুরম। এতদিন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ার (Port Blair) নামে পরিচিত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ঔপনিবেশিক চিহ্ন মোছার উদ্দেশ্যেই মোদি সরকারের এই উদ্যোগ।

পোর্টব্লেয়ারের (Port Blair) নাম বদল

অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দাসত্বের সমস্ত চিহ্ন দেশ থেকে মুছে ফেলার যে স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী, তাতে অনুপ্রাণিত হয়েই পোর্টব্লেয়ারের নাম শ্রী বিজয়া পুরম রাখা হল।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও স্বাধীনতা যুদ্ধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অবদানকে প্রতিফলিত করে শ্রী বিজয় পুরম নামটি। ভারতের স্বাধীনতা যুদ্ধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বের কথাও তুলে ধরেন অমিত শাহ।

আরোও পড়ুন : নেই TRP, পুরোই ফ্লপ গৌরব-ঋদ্ধিমা জুটি! ফের ‘রান্নাঘরে’ কি সুদীপাকেই ফেরাচ্ছে Zee Bangla?

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন যে এখানেই প্রথম তেরঙা উড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। একই সাথে শাহ উল্লেখ করেন বীর সাভারকর ও সেলুলার জেলের কথাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে আন্দামান সফরে গিয়ে সেখানকার তিনটি জায়গার নাম বদল করেন। হ্যাভলক আইল্যাণ্ডের নাম বদল করে রাখা হয় স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ডের নাম বদল করে রাখা হয় শহীদ দ্বীপ।

Port Blair

এছাড়াও, রস আইল্যান্ডের নাম বদল করে রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। মোদি সরকারের আমলে গত কয়েক বছরে দেশের একাধিক জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তিত করে রাখা হয়েছিল অমৃত উদ্যান। এছাড়াও বিভিন্ন ধর্মীয় স্থান, রেল স্টেশন, শহর ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামের বদল এসেছে গত কয়েক বছরে। যদিও এই ধরনের নাম পরিবর্তন নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি মোদি সরকারকে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর