বাংলাহান্ট ডেস্ক : লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আন্দোলনরত চিকিৎসকদের (Junior Doctors) বৈঠক ভেস্তে যায় নবান্নে। এরপর নিজেদের পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকেরা (Junior Doctors)। আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধের পর জুনিয়র চিকিৎসকদের ৩৫ সদস্যের একটি দল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছেছে বৈঠকে যোগদান করতে।
জুনিয়র ডাক্তার (Junior Doctors) ও মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বৈঠকে ফের জটিলতা
সন্ধ্যা ৭ টা ১০ নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও ফের জটিলতা দেখা দিয়েছে লাইভ স্ট্রিমিং ও বৈঠকের ভিডিও রেকর্ড নিয়ে। এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) দল। জানা যাচ্ছে, কালীঘাটে পৌঁছে প্রথমে লাইভ স্ট্রিমিংয়ের দাবি করেন জুনিয়র ডাক্তাররা। রাজি না হলে দু’তরফের ভিডিয়ো রেকর্ডিংয়ের কথা বলা হয়।
তাতেও রাজি না হলে ভিডিয়ো রেকর্ডিংয়ের কপি চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) বক্তব্য, পরবর্তীকালে আন্দোলনরত বাকী চিকিৎসকদের কাছে যাতে বৈঠকের স্বচ্ছতা বজায় থাকে সেইজন্যই তারা চাইছেন এই বৈঠকের ভিডিও রেকর্ডিং। এদিকে, আর জি কর কান্ডের (RG Kar Case) পর থেকেই জুনিয়র চিকিৎসকেরা ৫ দফা দাবি নিয়ে সামিল হয়েছিলেন আন্দোলনে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকদের দল পৌঁছানোর আগে ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। Facebook বার্তার মাধ্যমে জুনিয়র চিকিৎসকেরা তুলে ধরলেন নিজেদের পাঁচ দফা দাবি। নিজেদের দাবির কথা তুলে ধরে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, ‘আন্দোলন চলছে। অবস্থান চলছে। এই আমাদের পাঁচ দফা দাবি। এই দাবিগুলি না মানা হলে আমাদের আন্দোলন চলবে।’
আরোও পড়ুন : ভুলে যান পেট্রোল-ডিজেল! এবার মানুষের প্রস্রাব দিয়েই চলবে ট্র্যাক্টর, অসাধ্য সাধন করল এই কোম্পানি
তারা পরিষ্কার জানিয়ে দেন, ‘এই সবগুলি আজ আপনাদের সবার দাবি হোক। রাত ৯ টা থেকে রাতদখল করুন।’ সেই ৫ দফা দাবির কথা আজ ফের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মনে করিয়ে দিলেন আন্দোলনরত চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের এই পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম আরজিকর কাণ্ডে প্রয়াত তরুণী চিকিৎসকের জন্য ন্যায় বিচার। পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে হুমকি সংস্কৃতি বন্ধের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।
এছাড়াও জুনিয়র চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে, সন্দীপ ঘোষ সহ অন্যান্য যারা প্রমাণ লোপাটের সাথে জড়িত তাদের সাসপেন্ড ও DME, DHS এবং স্বাস্থ্য সচিবের অপসারণ। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদ থেকে অপসারণের দাবিও তুলেছেন জুনিয়ার চিকিৎসকেরা। এছাড়াও আন্দোলনরত চিকিৎসকদের দাবি সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরকারকে প্রদান করতে হবে যথাযথ সুরক্ষা।