বড় বদল সোনার দামে! কত টাকায় বিক্রি হচ্ছে হলুদ ধাতু? রূপোর দর না জানলেই বড় মিস

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহ শেষে নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি বিভিন্ন প্রান্তে। এই অবস্থায় পন্ড হয়েছে পুজোর শপিং। আর কিছুদিন পর দুর্গাপুজো। তারপর একে একে রয়েছে দীপাবলি, ভাইফোঁটা ও অন্যান্য উৎসব। অনেকেই ধারণা করছেন উৎসবের মরশুমে চাহিদা বাড়লে বৃদ্ধি পেতে পারে সোনার দাম (Gold Price)।

কলকাতায় সোনা দর (Gold Price), রূপোর দাম

তাই অনেকেই এখন চাইছেন আগে থেকে সোনা (Gold) কিনে রাখতে। সোনার দামে (Gold Price) বেশ কিছুটা পরিবর্তন হল শনিবার। তবে গতকালের তুলনায় আজ সোনার দাম বাড়ল না কমল সেই বিষয়টি জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। উৎসবের মরশুমে স্বাভাবিকভাবেই সোনার চাহিদা বৃদ্ধি পায়।

আরোও পড়ুন : Big Breaking: আর জি কর কাণ্ডে নাটকীয় মোড়! তিলোত্তমার খুন এবং ধর্ষণকাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ

চাহিদা বৃদ্ধি পেলে অনেকটাই বাড়তে থাকে সোনার দাম। চলতি বছরের শুরুতেও হু হু  করে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। তবে কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশের পর কিছুটা হলেও কমেছে হলুদ ধাতুর দাম। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পুজো, ধনতেরস ও বিয়ের জন্য সোনা কেনার জন্য এখনই সেরা সময়।

Gold Price will increase rapidly in the next 3 months.

আগামী দিনে ১ ভরি সোনার দাম (Gold Price) ৮২ হাজার টাকাও হয়ে যেতে পারে। ১৩ ই সেপ্টেম্বর, শুক্রবার অর্থাৎ গতকাল ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার মূল্য ছিল ৬৭২৫০ টাকা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ অর্থাৎ শনিবার ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১৪ ই সেপ্টেম্বর, শনিবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬৮৬৫০ টাকায়।

আরোও পড়ুন : এবার আন্তর্জাতিক স্তরে বাজিমাত করলেন আদানি! একইসাথে “বিশ্বসেরা” হল গ্রুপের ৮ টি কোম্পানি

গতকাল অর্থাৎ শুক্রবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছিল ৭৪৪৫০ টাকায়। আজ অর্থাৎ শনিবার ৪৪০ টাকা দাম বৃদ্ধি পেয়ে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭৪৮৯০ টাকায়। অন্যদিকে, কলকাতায় প্রতি কেজি রুপোর (Silver) বাটের দাম ৮৬৫৫০ টাকা। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজির দাম ৮৬৬৫০ টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর