১০০ কোটির করিডর করবে পাকিস্তান,বাড়বে ভারত পাক যোগাযোগ

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান সরকার ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য একশো কোটি টাকার করিডোর বানাবে। পাকিস্তানের কর্তার পুরের দরবার সাহেবের সঙ্গে পাঞ্জাবের গুরুদাস পুরের ডেরা বাবা নানকের যোগাযোগ ঘটবে এই করিডোরের মাধ্যমে। এই করিডোর এর মাধ্যমে শিখ পূন্যার্থীরা ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন।

b55b3 images 11 3

পাকিস্তান সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন এই প্রকল্পের জন্য। এই টাকা জমি অধিগ্রহণ ও পরিকাঠামো উন্নয়নের খরচ করা হবে বলে জানিয়েছে পাক সরকার।

সম্পর্কিত খবর