বাংলা হান্ট ডেস্কঃ চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শনিবার পেরিয়ে রবিবারেও তা অব্যাহত। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, রোদের দেখা মেলেনি। কখনও ইলশে গুঁড়ি, কখনও আবার ভারী বৃষ্টি হচ্ছে (South Bengal Weather)। আবহাওয়ার এই মেজাজ দেখে অনেকেই আবার বিশ্বকর্মা পুজো নিয়ে চিন্তায় পড়েছেন। বৃষ্টির জেরে ঘুড়ি ওড়ানো মাটি হবে না তো? কী বলছে হাওয়া অফিস (Weather Update)।
আবহাওয়ার তাজা আপডেট (South Bengal Weather)
হাওয়া অফিস জানা যাচ্ছে, অতি গভীর নিম্নচাপ বর্তমানে দক্ষিণবঙ্গের (South Bengal) পশ্চিমে রয়েছে। বিকেল অবধি সেটি অতি গভীর নিম্নচাপই থাকবে। যে কারণে আজ সারাদিন টুপটাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহানগরী কলকাতাতেও বর্ষণ হবে আজ।
- বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বিকেল থেকে পরিস্থিতির খানিক উন্নতি হবে। আগামীকাল থেকে একটু একটু করে আবহাওয়ার বদল হতে পারে বলে খবর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নিম্নচাপের শক্তিক্ষয় হবে। আস্তে আস্তে সেটি বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে রাজ্যে বিক্ষিপ্তভাবে বর্ষণ (Rainfall Alert) হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ দেখলে হবে খরচা আছে! ৫০০, ৭০০ থেকে ২০০০ রেট! সন্দীপের নয়া ‘কীর্তি’ ফাঁস হতেই তোলপাড়
বিশ্বকর্মা পুজোর দিন তথা মঙ্গলবারও আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সেদিন টানা বর্ষণের সম্ভাবনা নেই (South Bengal Weather)। বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে। তাই ঘুড়ি ওড়ানোর মাঝে কখনও সখনও বাধ সাধতে পারে বৃষ্টি।
অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, আজ থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ হ্রাস পেতে শুরু করবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপটি আস্তে আস্তে সরে যাওয়ার কারণে বাংলায় বৃষ্টির পরিমাণ কমবে (South Bengal Weather) এবং ভিনরাজ্যে বর্ষণ বাড়বে। ঝাড়খণ্ড এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড এবং ছত্রিশগড়েও ভারী বৃষ্টি হতে পারে।