এসে গেল ‘রাঙামতি তীরন্দাজ’! এই নায়িকার অব্যর্থ নিশানায় আউট কোন মেগা?

বাংলা হান্ট ডেস্ক : রবিবাসরীয় ছুটির দিনেই প্রকাশ্যে এল স্টার জলসার (Star Jalsha) আরও এক নতুন সিরিয়াল ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamati Tirandaj)-এর প্রথম ঝলক। বাংলার জনপ্রিয় প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার এই নতুন মেগার শুরুতেই দেখা যাচ্ছে ঘন জঙ্গল। আর এই বন জঙ্গলই অত্যন্ত প্রিয় এই ধারাবাহিকের নায়িকার।

স্টার জলসায়  (Star Jalsha) আসছে নতুন মেগা ‘রাঙামতি তীরন্দাজ’

স্টার জলসার (Star Jalsha) এই নতুন মেগার প্রথম প্রোমোতেই নায়িকার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলা হচ্ছে, সে অনাহারে জঙ্গলের মধ্যে বেড়ে উঠেছে। কিন্তু তার মধ্যে রয়েছে অব্যর্থ নিশানা করার এক দারুন প্রতিভা। এইভাবেই প্রথমবার দর্শকদের সাথে পরিচয় হয় সিরিয়ালের নায়িকার ‘রাঙামতি তীরন্দাজ’ -র।

টেলিপাড়া সূত্রে খবর স্টার জলসার (Star Jalsha) এই নতুন মেগায় অভিনয় করছেন একেবারে নতুন একজন অভিনেত্রী। নবাগত এই নায়িকার নাম মনীষা মন্ডল। পেশায় মডেল মনীষা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার ডেবিউ করতে চলেছেন টেলিভিশনের পর্দায়। স্টার জলসার এই নতুন মেগার প্রথম ঝলকেই নায়িকার লুক প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত সামনে আসেননি নায়ক।

এমনকি রাঙামতি তীরন্দাজ-এর বিপরীতে নায়ক কে হচ্ছেন সে সম্পর্কেও এখনও পর্যন্ত কিছুই জানা যাইনি। তবে প্রথম ঝলকেই দর্শকরা আভাস পেয়েছেন এক ভিন্ন স্বাদের ধারাবাহিকের। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে একেবারে আলাদা হতে চলেছে এই মেগা। জানা যাচ্ছে আদিবাসী গ্রামের মেয়ে রাঙামতি এই ধারাবাহিকের নায়িকা।

আরও পড়ুন : ‘….আমি অভিনয়ের কিছু জানি না’, বছরভর হাতে ঠাসা কাজ থাকতেও, কীসের আফসোস মধুমিতার?

দিন আনি দিন খাই-এর সংসারে দুবেলা দু-মুঠো অন্ন জোগাড় করতেই হাতের তীর ধনুক তুলে নিয়েছিল সে। এভাবেই জঙ্গলের মধ্যেই আত্মরক্ষা করে বেড়ে ওঠে রাঙামতি। ধীরে ধীরে এই তীর ধনুকই হয়ে ওঠে রাঙামতির সর্বক্ষণের সঙ্গী। ভবিষ্যতেও তীরন্দাজ হয়ে জীবনে এগিয়ে চলার সিদ্ধান্ত নেয় সে।  তাই নিজের স্বপ্নপূরণের উদ্দেশ্যেই শহর কলকাতায় পাড়ি দেয় রাঙামতি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আর এই স্বপ্ন পূরণের পথে রাঙামতি পাশে পাবে সিরিয়ালের নায়ককে। প্রসঙ্গত এর আগেও খেলাধুলো নিয়ে সিরিয়াল বানিয়ে দর্শকদের মন জয় করেছে এই জনপ্রিয় প্রযোজনা সংস্থা। তবে এই নতুন সিরিয়ালের প্রোমো আসতেই চিন্তার ভাঁজ স্টার জলসার দর্শকদের কপালে। এখনও পর্যন্ত রাঙামতি তীরন্দাজকে জায়গা দিতে কোন সিরিয়াল শেষ হবে তা জানা না গেলেও, দর্শকদের একাংশের অনুমান স্টার জলসার ‘বধুঁয়া’র পরিবর্তে  আসতে পারে এই নতুন মেগা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর