বাংলা হান্ট ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য শীঘ্রই ভারতে (India-Bangladesh Test Series) আসবে বাংলাদেশ দল। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। যার প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে চেন্নাইতে এবং দ্বিতীয় ম্যাচটি সম্পন্ন হবে কানপুরে। এদিকে, ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এবার বড় প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে জিতেছে, একইভাবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হারাতে চাইবেন তাঁরা।
শুরু হতে হবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ (India-Bangladesh Test Series):
নাজমুল হুসেন শান্তর মতে, তাঁদের একমাত্র লক্ষ্য হবে দু’টি ম্যাচেই টিম ইন্ডিয়াকে হারানো। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়া বর্তমানে চেন্নাইতে নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এই সিরিজ (India-Bangladesh Test Series) জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় ভারতীয় দল।
“দুই ম্যাচই জেতার জন্য খেলব”: উল্লেখ্য যে, পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়ের পর বাংলাদেশ দল বর্তমানে চরম আত্মবিশ্বাসী হয়ে রয়েছে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের (India-Bangladesh Test Series) আগে বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছে। এই প্রথমবার পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকেই টেস্ট সিরিজে হারিয়ে এসেছে বাংলাদেশ।
আরও পড়ুন: বোমা মেরে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি মুসলিম যুবকের! অ্যাকশনে পুলিশ, তারপরে যা হল….
এমতাবস্থায় আত্মবিশ্বাসের সুরে, বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে আমরা দু’টি ম্যাচই জেতার জন্য খেলব। জয়ের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সমগ্র প্রসেস ভালো হওয়া উচিত। আমরা সঠিকভাবে কাজ করার চেষ্টা করব। আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করি তাহলে আমরা ভালো ফল পেতে পারি। র্যাঙ্কিং অনুযায়ী দেখলে ভারতীয় দল আমাদের থেকে অনেক এগিয়ে। আমরা এখন ভালো খেলতে শুরু করেছি। আমরা খুব ভালো সিরিজ খেলেছি।”
আরও পড়ুন: “পারফরম্যান্স নেই, শুধু বকবক”, বাবরকে তীব্র কটাক্ষ পাক কিংবদন্তির! বললেন “কোহলিকে দেখে শেখো”
তিনি আরও জানান, “পাঁচ দিনই আমরা ভালো খেলার চেষ্টা করব। আমরা যদি পাঁচ দিন ভালো ক্রিকেট খেলি, তাহলে শেষ সেশনেও জেতার সম্ভাবনা থাকবে।” জানিয়ে রাখি যে, আগামী কয়েক মাসে একাধিক টেস্ট সিরিজ খেলবে ভারত। যার শুরুটা হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। এমতাবস্থায়, জয় দিয়েই টেস্টের এই মরশুম শুরু করতে চাইবে রোহিত বাহিনী।