বাংলা হান্ট ডেস্ক: পুজোর আর মাত্র কটা দিন। তার আগেই বৃষ্টির ছোবল। গত কয়েকদিনের লাগাতার টানা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। সোমবার বৃষ্টি সামান্য কমলেও ফাঁড়া কাটেনি। আবহাওয়া দপ্তর (Alipore Weather Department) সূত্রে খবর, এখনও দক্ষিণবঙ্গের উপরে রয়েছে নিম্নচাপ। যার জেরে আরও বেশ কিছুদিন বর্ষণের সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে।
কমবে দাপট, তবে চলবে বৃষ্টি…
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত পশ্চিমের দু’একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কোথাও সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আপাতত কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)। এদিন কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে।
শুক্রবার থেকে টানা বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে। জলমগ্ন হয়ে পড়েছে বহু জায়গা। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। সামেও উত্তাল থাকবে বঙ্গোপসাগর। সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত জারি নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: ‘বেশ মানাবে’, ‘ভাই’ দেবাংশুর জন্য অভিনেত্রী পাত্রী খুঁজে দিলেন ‘দাদা’ কুণাল, রইল পরিচয়
সোমে সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টি চলবে আগামী সাত দিন। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শনিবার উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস।