বাংলাহান্ট ডেস্ক : আজকাল দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড (PAN Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। 10 ডিজিটের এই প্যান নম্বর প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে অপরিহার্য হয় উঠেছে। আয়কর বিভাগের তরফ থেকে জারি করা প্যান নম্বর পরিচয় প্রমাণের পাশাপাশি বিভিন্ন আর্থিক কার্যকলাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
দুটো PAN Card থাকলেই বিপত্তি
নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, লোনের আবেদন, ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল ইত্যাদি কাজে প্যান কার্ড ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি বিনিয়োগের জন্যও দরকার পড়ে প্যান নম্বরের (Parmanent Account Number)। তবে আপনার কাছে যদি দুটি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনি হয়ত পড়তে চলেছেন বড় বিপদে। আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তির কাছে দুটি প্যান কার্ড থাকা সম্পূর্ণভাবে বেআইনি।
আরোও পড়ুন : মায়ের সাথে কথা বন্ধ! হবু শাশুড়িকে হারিয়ে ‘শোকাহত’ অহনা ‘মিশকা’ লিখলেন, ‘আর কোনো কষ্ট হবে না..’
একজন ব্যক্তি গোটা জীবনে একটি মাত্র প্যান নম্বর পাওয়ার অধিকারী হন। অন্য কারোর নামে এই প্যান কার্ড ট্রান্সফার করার নিয়মও নেই। যদি কারোর কাছে একাধিক প্যান কার্ড (PAN Card) থাকে তাহলে তাকে দিতে হতে পারে মোটা টাকার জরিমানা। কোনো ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড (PAN Card) থাকলে আয়কর আইন, 1961 এর ধারা 272B এর অধীনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আয়কর দফতর।
এই ধারার অধীনে ওই ব্যক্তির 10 হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। 139AA নামক নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে ফিন্যান্স অ্যাক্ট 2017 ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এ। 2017 এই আইনের ধারা অনুযায়ী, প্যান কার্ড আবেদন করার সময় অথবা 1 জুলাই থেকে আয়কর রিটার্ন দেওয়ার সময় অবশ্যই উল্লেখ করতে হবে আধার নম্বর। নতুন এই নিয়মটি বাধ্যতামূলক করা হয়েছে প্রত্যেক নাগরিকের জন্য।