হিন্দুস্তান-পাকিস্তান-আফগানিস্তান! কেন একাধিক দেশের নামে থাকে “স্তান” শব্দটি? চমকে দেবে কারণ

বাংলা হান্ট ডেস্ক: আচ্ছা, আপনারা কি কখনও ভেবে দেখেছেন কেন একাধিক দেশের নামের পেছনে “স্তান” শব্দটি ব্যবহার করা হয় (Unknown Facts)? বিশ্বের অধিকাংশ দেশই রয়েছে এই তালিকায়। এই যেমন ধরুন পাকিস্তান, আফগানিস্তান, কাজাখাস্তান, তুর্কমেনিস্তান সহ আরও বিভিন্ন দেশের নামের শেষে “স্তান” শব্দটি ব্যবহার করা হয়। এমনকি ভারতের ক্ষেত্রেও হিন্দিতে বলা হয় হিন্দুস্তান। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই “স্তান” শব্দটি ব্যবহার করা হয়? এই শব্দের আসল অর্থ কি (Unknown Facts)?

কেন ব্যবহার করা হয় “স্তান” শব্দটি (Unknown Facts)?

এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন বিভিন্ন রকমের দাবি করেছেন। সমাজ মাধ্যমে কেউ দাবি করেছেন “স্তান” শব্দের অর্থ হচ্ছে ল্যান্ড অথবা ভূমি। অনেক দেশ আছে যারা দেশের নামের শেষে ল্যান্ড (Land) ব্যবহার করে। যেমন হচ্ছে- ইংল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড। আর বাংলায় ল্যান্ডের অর্থ যেহেতু ভূমি, তাই দেশের সাথে ভূমি উল্লেখ করে ল্যান্ড কিংবা স্তানের ব্যবহার ঘটে।

Why do many countries use "Stan" behind their name unknown facts.

এদিকে, সমাজ মাধ্যমে আবার কিছু নেটাগরিক বলেছেন, স্তান শব্দটি এসেছে ফারসি শব্দ থেকে। যার অর্থ বোঝায়, কারোর নির্দিষ্ট জায়গা। এই যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আফগানিদের জন্য আফগানিস্তান, আর পাকবাসীদের জন্য পাকিস্তান।

আরও পড়ুন: “ভুল বোঝাবুঝি হয়েছে দূর”! ভারত-মলদ্বীপ প্রসঙ্গে এবার বড় প্রতিক্রিয়া দ্বীপরাষ্ট্রের এই মন্ত্রীর

এখানেই শেষ নয়, এই বিষয়ে ভারতীয় কিছু নেটাগরিক দাবি করেছেন, “স্তান” শব্দের প্রকৃত অর্থ হচ্ছে স্থান। যার উৎপত্তি হচ্ছে সংস্কৃত শব্দ থেকে। তবে এই বিষয়ে নানা মুনির নানা মত রয়েছে। এমনকি হাজারও ধারণা উঠে আসছে। কিন্তু আসল অর্থ কি (Unknown Facts)?

আরও পড়ুন: টেস্ট খেলতে আসার আগে হুঙ্কার বাংলাদেশের অধিনায়কের! ভারতকে করলেন সতর্ক

প্রকৃত অর্থে যদি এই স্তানের উত্তর খোঁজা যায়, তাহলে সমাজ মাধ্যমের এই দাবিগুলোই প্রায় ঠিক। এমনকি ব্রিটানিকা পোর্টাল অনুযায়ীও “স্তান” শব্দের অর্থ কোনও বিশেষ একটি জায়গা। কিংবা এমন একটি জায়গা যেখানে সেই দেশের মানুষ আছে বোঝায়। অর্থাৎ যেমন তাজিকদের দেশ বলে তাজিকিস্তান, আবার আফগানিদের জন্য আফগানিস্তান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর