বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সকালে ‘শেষ চেষ্টা’ করে রাজ্য। মুখ্যসচিবের তরফ থেকে ফের মেল পাঠিয়ে জুনিয়র ডাক্তারদের বৈঠকের আহ্বান জানানো হয়। এবার সেই ডাকে সাড়া দিলেন আন্দোলনকারীরা (RG Kar Case)। দুপুর অবধি জিবি বৈঠকের পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
কালীঘাটে পৌঁছলেন চন্দ্রিমা, রাজীব (RG Kar Case)
আজ সকালে মুখ্যসচিবের মেল আসার পর জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) তরফ থেকে পাল্টা মেল করা হয়। সেখানে তিনটি শর্ত দেন আন্দোলনকারীরা। সরকারের তরফ থেকে তিন নম্বর শর্ত মেনে নেওয়া হলেও তা নিয়ে খানিক ধোঁয়াশা দেখা দেয়। ফলে আবারও জিবি বৈঠকে বসেন ডাক্তাররা। সরকার নিজের অবস্থান পরিষ্কার করুক, এই বার্তা দিয়ে পাল্টা মেল করেন তাঁরা।
- ডাক্তারদের শর্ত মেনে নিল রাজ্য
এদিন সকালে মুখ্যসচিবের তরফ থেকে বৈঠকের আহ্বান জানিয়ে মেল আসার পর জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে পাল্টা মেল পাঠানো হয়। সেখানে বলা হয়, সম্পূর্ণ বৈঠকের ভিডিওগ্রাফি করতে হবে (RG Kar Case)। থাকবে দুই তরফের ভিডিওগ্রাফার। সেটা সম্ভব না হলে, শুধু রাজ্য ভিডিও করলে বৈঠক শেষ হতেই তা জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদলের হাতে তুলে দিতে হবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে মুখ্যমন্ত্রীর কথা মতো বৈঠকের কার্যবিবরণী দিতে হবে। দুই পক্ষই বৈঠকের কার্যবিবরণী লিখবে। তাঁরা লোক নিয়ে যাবেন। সবাই স্বাক্ষর করার পর সেটা তাঁদের হাতে তুলে দিতে হবে।
আরও পড়ুনঃ মঙ্গলেই নবান্নে জরুরি বৈঠক! আচমকা কী হল? ‘আসল কারণ’ ফাঁস হতেই তোলপাড়
জুনিয়র চিকিৎসকদের পাল্টা মেল করে মুখ্যসচিব বলেন উভয় পক্ষের স্বাক্ষর করা বৈঠকের কার্যবিবরণী দিতে রাজি সরকার (Government of West Bengal)। তবে আন্দোলনকারীদের তরফ থেকে প্রতিনিধি রাখার যে কথা বলা হয়েছিল সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়। ফলে এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ফের জিবি বৈঠকে বসেন আন্দোলনকারীরা।
মুখ্যসচিবকে ফের মেল পাঠানো হয়। বলা হয়, সরকার অবস্থান স্পষ্ট করুক (RG Kar Case)। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছেন ডাক্তাররা। এদিকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কয়েক দফার টানাপোড়েন শেষে আজ অচলাবস্থা কাটে কিনা সেটাই দেখার।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…