‘দজ্জাল-বদন বিগড়ে গিয়েছে’; দেবাংশু,কুণালকে যা বললেন অভিনেত্রী মৌসুমী; শিক্ষণীয় কিন্তু

বাংলাহান্ট ডেস্ক : অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। আরজিকর বিরুদ্ধে প্রতিবাদের আবহে এই মন্তব্য উসকে দিয়েছে বিতর্কের আগুন। নেটজনতার রোষের মুখে পড়েছেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এবার তৃণমূল নেতার মন্তব্যের পালটা জবাব দিলেন মৌসুমী (Mousumi Bhattacharya)।

মৌসুমীর ভিডিও নিয়ে কটাক্ষ কুণাল দেবাংশুর (Debangshu Bhattacharya)

বিতর্কের সূত্রপাত মৌসুমী ভট্টাচার্যের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে গিয়েছিলেন তিনি। সেখানেই একটি সাক্ষাৎকার দেন তিনি, যার একটি অংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কুণাল ঘোষ মন্তব্য করেন, দেবাংশুর (Debangshu Bhattacharya) জন্য ‘পাত্রী’ পেয়েছেন তিনি। কুণাল ঘোষ লেখেন, ‘হ্যাঁরে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।’

আরো পড়ুন : সিনেমার ফ্লপ নায়ক, বড়পর্দায় ধাক্কা খেয়ে ফের সিরিয়ালেই ভাগ্য পরীক্ষা আদৃতের!

দেবাংশুর মন্তব্যে বাড়ল ক্ষোভ

পালটা দেবাংশু (Debangshu Bhattacharya) লেখেন, ‘বলছ তাহলে কুণাল দা ? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি? বিনয় কোঙারের মতো “লাইফ হেল” করে দেবে তো! এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও.. বিবাহিত তো! সরি.. সিরিয়ালে কাজ নেই। বদন বিগড়ে গেছে। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।’

আরো পড়ুন : অনেক হল অভিনয়, এবার রাজনীতিতে ভাগ্য পরীক্ষা, কোন দলে নাম লেখাবেন রাইমা?

মুখ খুললেন মৌসুমী

কুণাল দেবাংশুর (Debangshu Bhattacharya) এহেন কটাক্ষ, বিশেষ করে মৌসুমীকে দেবাংশুর ‘বডি শেমিং’ করা একেবারেই ভালো ভাবে নেয়নি অধিকাংশ নেটজনতা এবং বিনোদুনিয়ার ব্যক্তিত্বরাও। এবার মুখ খুললেন মৌসুমী নিজে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমরা যে জুনিয়র চিকিৎসকদের পাশে আছি, সরকার বিরোধী মন্তব্য করছি, আমরা তো চাই সেগুলো ওঁদের কানে পৌঁছাক। ওঁরাই তো বিষয়টাতে রাজনীতির রঙ লেপে দিয়েছেন। আমার এখনো অনেক কিছু বলা বাকি’।

Debangshu Bhattacharya

মৌসুমী আরো বলেন, দেবাংশুর (Debangshu Bhattacharya) ‘বদন বিগড়ে গিয়েছে’ মন্তব্য তিনি দেখেছেন। পালটা তৃণমূল নেতাকে ‘বেকার’ বলে কটাক্ষ করে অভিনেত্রী বলেন, ‘উনি তো আসলে কোনো কাজ করেন না। আমার তো তাও সমাজে কিছু অবদান রয়েছে। সবাইকে বিনোদন যোগাই।’ এখানেই না থেমে মৌসুমী কটাক্ষ শানিয়ে বলেন, ঠিক করে রাজনীতি করলেও দেবাংশুকে নিয়ে দুজন ভালো কথা বলতেন। কুণাল দেবাংশু দুজনেই বেকার। ওঁদের মতো নোংরামো তাঁরা করতে পারবেন না, স্পষ্ট বলেন মৌসুমী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর