বাংলাহান্ট ডেস্ক : ছোট থেকেই আমরা বাজারে যাওয়ার আগে ফর্দ তৈরি করে নিতে দেখেছি আমাদের বাবা-কাকাদের। সেই ফর্দ মিলিয়ে বাজার না করলে অনেক সময় তেলে-বেগুনে জ্বলে ওঠেন মা-কাকিমারা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অবসরপ্রাপ্ত আইএফএস (Indian Foreign Services) এমন একটি ফর্দের ছবি পোস্ট করেছেন যেটি আগুনের বেগে ভাইরাল হয়েছে।
আইএফএসের (Indian Foreign Services) মজার পোস্ট
অবসরপ্রাপ্ত আইএফএস (Indian Foreign Services) অফিসার মোহন পারগায়েন তাঁর এক্স হ্যান্ডেলে স্ত্রীর তৈরি করা ফর্দের ছবি পোস্ট করে লিখেছেন, “সবজি বাজারে যাওয়ার সময় আমার স্ত্রী আমাকে এটি দিয়েছিলেন, যাতে আমি এটা একটি গাইড হিসাবে ব্যবহার করতে পারি।” কিন্তু সেই ফর্দে এমন কী লেখা রয়েছে যার কারণে সোশ্যাল মিডিয়ায় আগুনের বেগে ভাইরাল হচ্ছে এটি?
আরোও পড়ুন : বাংলাা সিরিয়ালে সিনেমার গল্প! যমজ বোনের মেগা নিয়ে কি বলছেন স্বর্ণেন্দু?
এই ফর্দের একটা অংশে দেখা যাচ্ছে লেখা রয়েছে, ‘কিছু হলুদ, কিছু লাল। কোনও ফুটো থাকবে না, নরম হবেনা। নিতে হবে ১.৫ কেজি’। এই মজাদার নির্দেশ ছিল টমেটো কেনার জন্য। এমনকি এই অবসরপ্রাপ্ত আমলার স্ত্রী ফর্দে আলু, পেঁয়াজ, ঢেঁড়স, লঙ্কার ক্ষেত্রেও দিয়েছেন বিচিত্র নির্দেশ। সে সব মজা নির্দেশ শুনলে হেসে ফেলবেন আপনিও।
এই ফর্দে দেখা যাচ্ছে আমলার স্ত্রী টমেটোর পাশাপাশি পেঁয়াজ, পালং শাক, ঢেঁড়স কেমন দেখে কিনতে হবে সেই ছবিও এঁকে দিয়েছেন। স্বাভাবিকভাবেই এক্স হ্যান্ডেলে করা এই পোস্ট ভাইরাল (Viral) হয়েছে সমাজমাধ্যমে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী করেছেন মজাদার মন্তব্য। রীতিমতো উপচে পড়েছে কমেন্ট বক্স, লাইক ও শেয়ারের বন্যা বয়ে গিয়েছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বাহ, দারুনভাবে বিশদ বিবরণের প্রচেষ্টা। ওনার প্রতি অভিনন্দনে, কিন্তু, এটি তাঁর স্বামীর জন্য কিছুটা ভয়েরও। কারণ এখানে ভুল করার জন্য কোনও ক্ষমা হবেনা।’ আরেকজনের মন্তব্য, ‘এটি সবজি বাজারে নতুনদের জন্য সত্যিই বেশ সুবিধার হবে।’ মজার ছলে অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, ‘এটি মহান পণ্ডিতদের দ্বারা লেখা একটি ধর্মীয় গ্রন্থের মতো দেখাচ্ছে। কিছু ভুল হলেই ভয়ংকর।’