আর জি কর শুনানিতে আজ হবে না লাইভ স্ট্রিমিং? সুপ্রিম কোর্টে বিরাট আপডেট, শোরগোল শুরু

বাংলা হান্ট ডেস্কঃ বহু প্রতীক্ষা! মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আর জি কর মামলার (RG Kar Case) শুনানি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। সাড়ে দশটায় শুনানি শুরু হওয়ার কথা ছিল। অনেক আগেই সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হয়েছেন সব পক্ষের আইনজীবীরা। গোটা ভারতের নজর আজ সুপ্রিম শুনানিতে।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টে শুনানিতে লাইভ হলে তার লিঙ্ক দিয়ে দেওয়া হয় আগের দিন রাতে বা শুনানির দিন সকালে। তবে যত দূর জানা যাচ্ছে এদিন এখনও লাইভ স্ট্রিমিং-এর কোনো লিঙ্ক দেওয়া হয়নি। এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি আজ আর জি কর শুনানির লাইভ সম্প্রচার হবে না?

Supreme Court

এর আগে দু’দিন আর জি কর মামলার সুপ্রিম শুনানিতে লাইভ হয়েছিল। লাইভ শুনানি শুনেছিল গোটা দেশ। গত শুনানিতে পদে পদে আদালতের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য ও প্রশাসনের ভূমিকা। ৯ সেপ্টেম্বর আদালতে স্টেটাস রিপোর্ট পেশ করে সিবিআই। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতর তরফেও স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে। এদিন ফের সিবিআই এর কাছে স্টেটাস রিপোর্ট তলব করেছিল শীর্ষ আদালত।

আরও পড়ুন: পুজোর আগেই লাফিয়ে বাড়বে বেতন! তবে পাবেন শুধু এই সকল সরকারি কর্মীরা, বিরাট আপডেট

সূত্রের খবর, এদিন সকাল ১০. ৩০ নাগাদ শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে।। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে চলছে সওয়াল-জবাব। সুপ্রিম নির্দেশ মতো মুখ বন্ধ খামে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। ঠিক কি বেরিয়ে আসবে? সেই নিয়েই চলছে চর্চা।

বিস্তারে আসছে…

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর