৫-টি জাতীয় পুরস্কার! বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন নায়ক, বলতে পারবেন ছবির নাম?

বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে মোট ৫৬ কোটি টাকার ব্যবসা করলেও, এই সিনেমার জন্য এক পয়সাও নেননি বলিউডের (Bollywood) এই জনপ্রিয় অভিনেতা। ২০১৪ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল বিশাল ভরদ্বাজ পরিচালিত এই বিখ্যাত সিনেমা। যা তৈরি করা হয়েছিল শেক্সপিয়ারের হ্যামলেটের আদলে। সিনেমাটি একসাথে জিতে নিয়েছিল মোট পাঁচটি জাতীয় পুরস্কার।

বিনা পয়সায় কাজ করেছিলেন বলিউডের (Bollywood) এই নায়ক

বলিউডের (Bollywood) রাজনৈতিক অপরাধমূলক এই সিনেমা দর্শকদের পাশাপাশি প্রশংসিত হয়েছিল সমালোচকদের কাছেও। আজও দর্শকদের কাছে এই সিনেমাটি ২১ শতকের অন্যতম সেরা সিনেমা বলেই বিবেচিত হয়। এখানে কথা হচ্ছে বিশাল ভরদ্বাজ পরিচালিত বলিউডের (Bollywood) হায়দার সিনেমা নিয়ে। এই সিনেমায় অভিনয় করে প্রথমবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে ছিলেন অভিনেতা শাহিদ কাপুর।

তবে অনেকেই হয়তো জানেন না এই সিনেমায় খলনায়কের চরিত্রের অভিনয় করার জন্য প্রথমে প্রস্তাব পাঠানো হয়েছিল মনোজ বাজপেয়ীর কাছে।  কিন্তু, তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই চরিত্রে অভিনয় করেন কে কে মেনন। এই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা শাহিদ কাপুর,শ্রদ্ধা কাপুর,টাবু এবং ইরফান খানের মতো তারকাদের।

আরও পড়ুন : মল্লিক বাড়ির পুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কোয়েল! নেপথ্যে RG Kar কাণ্ড?

এই হায়দার সিনেমায় শাহিদ কাপুর নিজের অভিনয়ের একেবারে ১০০ শতাংশই দিয়ে দিয়েছিলেন। নিজের সেরাটুকু দিয়েই এই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল শাহিদকে। তবে জানলে অবাক হবেন, এই সিনেমায় অভিনয়ের জন্য এক পয়সাও পারিশ্রমিক নেননি শাহিদ। কিন্তু কেন?

haider 1

এপ্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে কারণ জানিও অভিনেতা বলেছিলেন, ‘আসলে আমার পারিশ্রমিক ছিল ওদের বাজেটের বাইরে। ওঁরা বলেছিলেন, যদি আমায় ওঁদের পারিশ্রমিক দিতেই হয়, তাহলে ফিল্মের বাজেট পাশ করা যাবে না। কারণ এই সিনেমাটা ছিল একটা এক্সপেরিমেন্ট। নির্মাতারা জানতেন না, এটা হবে কি হবে না। কিন্তু সিনেমার স্ক্রিপ্ট আমার ভাল লেগেছিল। তাই একেবারে বিনামূল্যে এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলাম।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর