কলকাতার নতুন সিপি মনোজ বর্মা, বিনীত কোন দায়িত্বে? একাধিক পদে রদবদলের ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ সোমবারই বিনীত গোয়েলকে অপসারণের কথা ঘোষণা হয়েছিল। সেই মতো মঙ্গলবার কলকাতার নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করল নবান্ন। বিনীতের পর নয়া সিপি (Kolkata Police Commissioner) হলেন ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা। একইসঙ্গে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে রদবদলের কথা ঘোষণা করা হল আজ।

  • সিপি (Kolkata Police Commissioner) অতীত! এবার কোন দায়িত্বে বিনীত?

আরজি কর কাণ্ডের পর একাধিকবার বিনীতের পদত্যাগের দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল তাঁদের দাবিকে মান্যতা দিয়েই বিনীতকে অপসারণের কথা ঘোষণা করা হয়। কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনারকে (Kolkata Police Comissioner) এবার এডিজি অ্যান্ড আইজিপি, এসটিএফ পদে পাঠানো হল। একইসঙ্গে নতুন ডিসি নর্থ, এডিজি (আইনশৃঙ্খলা) নামও ঘোষণা করেছে নবান্ন।

  • কলকাতা ও রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল

জ্ঞানবন্ত সিংকে এডিজি অ্যান্ড আইজিপি, আইবি; জাভেদ শামিমকে এডিজি (আইনশৃঙ্খলা) এবং ত্রিপুরারি অথর্বকে ডিরেক্টর, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস পদে বসানো হয়েছে। সদ্য প্রাক্তন ডিজি নর্থ অভিষেক গুপ্তকে সিও, ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন ডিসি নর্থ হয়েছেন দীপক সরকার।

আরও পড়ুনঃ কর্মবিরতিতে ইতি! ফের কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা! কবে? সুপ্রিম কোর্টে জানাল আইনজীবী

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর একাধিকবার কলকাতা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। গত ১৪ আগস্ট আরজি করে হামলার পর অস্বস্তি আরও বাড়ে। এরপর ক্রমেই জোরালো হতে থাকে বিনীতের পদত্যাগের দাবি। অবশেষে তাঁকে সিপির পদ থেকে অব্যাহতি দিতে নয়া পদে বসানো হল।

Manoj Kumar Verma new Kolkata Police Commissioner Vineet Kumar Goyal got new post

অন্যদিকে কলকাতার নতুন পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) করা হল মনোজকে। এর আগে তিনি রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) দায়িত্ব সামলেছেন। তার আগে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের পদেও ছিলেন। কলকাতা পুলিশে ডিসি ডিডি (স্পেশ্যাল), ডিসি (ট্র্যাফিক) এর দায়িত্বও পালন করেছেন। এবার তাঁকেই কলকাতার পুলিশ কমিশনার করা হল।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর