বাড়বে “প্রাইভেসি”! WhatsApp নিয়ে এল নতুন ফিচার, এবার কেউ জানতে পারবেনা আপনার নম্বর

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে WhatsApp ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। WhatsApp সমগ্র বিশ্বে সবথেকে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে বিবেচিত হয়। Meta-র এই অ্যাপটির সারা বিশ্বে প্রতিদিন ২২০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এদিকে, WhatsApp তার ব্যবহারকারীদের জন্য প্রায়শই নিত্যনতুন ফিচার্স উপলব্ধ করে। যেগুলি নিঃসন্দেহে আকৃষ্ট করে ব্যবহারকারীদের।

WhatsApp-এর নতুন ফিচার:

ঠিক এই আবহেই এবার বড় আপডেট সামনে এসেছে। মূলত, গত বছর থেকে এই অ্যাপটিতে একটি দুর্দান্ত প্রাইভেসি ফিচার নিয়ে কাজ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যেটি বিটা ভার্সনে দেখা গিয়েছে। এমতাবস্থায়, WhatsApp-এর Android এবং iOS বিটা ভার্সনে এই ইউজারনেম প্রাইভেসি ফিচারের বিষয়টি সামনে এসেছে।

WhatsApp brought this great feature for users.

এই ফিচারটি Instagram থেকে শুরু করে Facebook, X-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইউজারনেম ফিচারের মতো। যেখানে ব্যবহারকারীদের মোবাইল নম্বর দেখা যাবে না। অর্থাৎ, আপনি এক্ষেত্রে ব্যবহারকারীর নাম দিয়েই WhatsApp-এ তাঁকে অনুসন্ধান করতে সক্ষম হবেন। সাম্প্রতিক সময়ে যেভাবে সাইবার অপরাধের ঘটনা দ্রুত বাড়ছে তা বিবেচনা করে WhatsApp-এর এই ফিচার নিয়ে কাজ করা হচ্ছে।

আরও পড়ুন: এবার ফুল ফর্মে আদানি! তৈরি মাস্টারপ্ল্যান, ৭১,০০০-এরও বেশি জন পাবেন চাকরি

মোবাইল নম্বর ছাড়াই হবে চ্যাটিং: উল্লেখ্য যে, WhatsApp-এ এমন একাধিক গ্রুপ থাকে, যেখানে আপনি হয়তো অনেক ব্যবহারকারীকে চেনেন না। কিন্তু সেই গ্রুপের সকল সদস্যের মোবাইল নম্বর জানতে পারেন। কারণ, আপনি আপনার মোবাইল নম্বর ছাড়া WhatsApp-এর কোনও গ্রুপে যোগ দিতে পারেন না। তবে, এই নতুন প্রাইভেসি ফিচার চালু হওয়ার পর আপনি গ্রুপের অন্যান্য সদস্যের ফোন নম্বর জানতে পারবেন না। এর পরিবর্তে আপনি গ্রুপ সদস্যের ব্যবহারকারীর নাম দেখতে পাবেন।

আরও পড়ুন: আর মাত্র একদিন! কোথায় ফ্রি-তে দেখা যাবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ? এখনই নিন জেনে

ইউজারনেম দিয়ে চিহ্নিত করা যাবে: এই ফিচারটি চালু হওয়ার পরে আপনি ইউজারনেম দ্বারা WhatsApp ব্যবহারকারীদের শনাক্ত করতে সক্ষম হবেন। জানিয়ে রাখি যে, বর্তমানে WhatsApp-এ শুধু চ্যাটিং হয় না। এর পাশাপাশি, WhatsApp ভারতে UPI পরিষেবাও উপলব্ধ করে। এমন পরিস্থিতিতে, আপনার মোবাইল নম্বরটি UPI-এর জন্যও ব্যবহার করা হয়। এমতাবস্থায়, অপরিচিত ব্যক্তিরা প্রায়শই মোবাইল নম্বর জেনে নিয়ে ফোন করে হয়রানি করে অথবা আর্থিক প্রতারণার চেষ্টা করে। সেক্ষেত্রে এই নতুন প্রাইভেসি ফিচার ব্যবহারকারীদের এর থেকে রক্ষা করতে সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর