বাংলা হান্ট ডেস্ক: রেল! এই শব্দটির সাথে মানুষ ওতপ্রোত ভাবে জড়িত। ভারতীয় রেল (Indian Railways) আজ হয়ে উঠেছে যাতায়াতের মেরুদণ্ড। বিশেষ করে মধ্যবিত্তদের কাছে রেলই একমাত্র ভরসা। এই অগ্নিমূল্যের বাজারে প্রাইভেট কার কিংবা এসি গাড়িতে চড়ে যাওয়ার শখ থাকলেও সাধ্য অনেকের থাকে না। তাই সকলে রেলের পেছনে ছোটেন। আর যাত্রীদের এত ভরসা দেখে প্রতিনিয়ত রেলের ব্যবস্থা নিয়ে উন্নয়ন চলছে। তবে এবার রেলের তরফ থেকে আনা হচ্ছে দারুণ একটি অ্যাপ। এই অ্যাপ নিঃসংকোচে যাত্রীদের সময় বাঁচাবে।
রেল (Indian Railways) নিয়ে আসছে বিশেষ অ্যাপ:
এই অ্যাপ টিকিট বুকিং থেকে, ট্র্যাকিংয়ের মত অনেক সুবিধা দেবে। যদিও অনলাইনে ট্রেনের আপডেট জানার জন্য অ্যাপের সংখ্যা নেহাত কম নয়। এমনকি টিকিট বুকিংয়ের জন্যও রয়েছে বিভিন্ন অ্যাপ। কিন্তু তারপরও বিভিন্ন সমস্যায় পড়তে হয় যাত্রীদের। আর এবার সব সমস্যার সমাধান দেবে এই অ্যাপ।
ভারতীয় রেল নতুন অ্যাপ আনছে: জানা যাচ্ছে ভারতীয় রেল একটি সুপার অ্যাপ আনছে। তবে এই রেল অ্যাপের ব্যাপারে বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। কিন্তু এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলওয়ের সুপার অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং থেকে রিয়েল টাইমে ট্রেন ট্র্যাক করার মতো অনেক কাজ করা যাবে।
আরও পড়ুন: বিচারের আশা সামনে রেখেই সম্পন্ন হল ফ্যাশন অ্যান্ড ফুড এক্সপো “এসো দেবকন্যা, পুজোর আগে দেদার কেনাকাটা
সূত্র মারফত আরও জানা গিয়েছে, এই অ্যাপটি তৈরি করতে মোট ৯০ কোটি টাকা খরচ হবে। এমনকি এটি তৈরি করতে তিন বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। আর এই অ্যাপটি তৈরি করবে CRIS। যে সংস্থা মূলত রেলওয়ের জন্য আইটি সংক্রান্ত কাজ দেখাশোনা করে।
আরও পড়ুন: “ওদেরকে মজা নিতে দিন”, সাংবাদিকদের কাছে বড় প্রতিক্রিয়া রোহিতের, নিজেই দিলেন ব্যাখ্যা
তবে বিষয়টি শুনে এখনই আনন্দিত হবেন না। কারণ এই সুপার অ্যাপের কথা এই প্রথম বলা হচ্ছে না। চলতি বছরের জানুয়ারি মাসেও এই একই কথা জানানো হয় রেলওয়ের তরফ থেকে। এমনকি বলাও হয়েছিল সুপার অ্যাপের মাধ্যমে ট্রেনের লাইভ ট্র্যাকিং, টিকিট বুকিং সমস্ত কিছু করা যাবে। আর এবার ফের একই কথা শোনা যাচ্ছে। এমতাবস্থায়, দেখা যাক এই অ্যাপ কত তাড়াতাড়ি কার্যকর হয়।