বাংলা হান্ট ডেস্ক: আপাতত বিশ্রাম। পুজোর আগে কালো মেঘ কাটিয়ে রোদের ঝলক। টানা কয়েক দিন ধরে বৃষ্টির শেষে পরিষ্কার হয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্যই বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে প্রতিটি জেলার একটি বা দুটি অংশে হালকাই বৃষ্টির (Rainfall) পূর্বাভাস। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই।কোনও জেলায় কোনো সতর্কতাও জারি করা হয়নি।
সপ্তাহভর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি কোথাও হবে না। আংশিক মেঘলা বা পরিস্কার থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ। তবে বৃষ্টি কমায় বাড়বে তাপমাত্রা। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা উর্দ্ধমুখী থাকবে। ওদিকে মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তির বজায় থাকবে।
শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভিজতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এসব জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও একই রকম থাকতে পারে আবহাওয়া।
আরও পড়ুন: ফ্রিতে রেশন মেলার দিন শেষ! ৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘এই’ কাজ না করলেই সব যাবে জলে, জারি নয়া বিজ্ঞপ্তি
ওদিকে উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত হালকাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ। তাপমাত্রা বাড়বে ক্রমশ।