প্রতীক্ষার অবসান! সোমেই এই রুটে ঝড়ের গতিতে ছুটবে Vande Bharat Metro! স্পিড কত জানেন?

বাংলা হান্ট ডেস্ক : অপেক্ষার অবসান। আগামী সোমবার থেকে পথচলা শুরু করছে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সোমবার উদ্বোধন করবেন দেশের প্রথম বন্দে ভারত মেট্রোর। দেশের প্রথম বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) ৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করবে প্রতিদিন।

বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro) শুভ সূচনা

এই দীর্ঘ পথ অতিক্রম করতে বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro) সময় লাগবে ৫ ঘন্টা ৪৫ মিনিট। জানা গেছে, এই বন্দে ভারত মেট্রো ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে চলাচল করবে।ভারতের প্রথম বন্দে ভারত মেট্রো চলাচল করবে আমদাবাদ এবং ভূজের মধ্যে। রেলের সূচি অনুযায়ী, বন্দে ভারত মেট্রোটি সকাল ৫ টা ৫ মিনিটে ছাড়বে ভূজ থেকে।

Saffron colored Vande Bharat Express came to West Bengal

সেটি সকাল ১০ টা ৫০ মিনিটে গিয়ে পৌঁছাবে আমদাবাদ। ফিরতি পথে আমদাবাদ থেকে এই ট্রেন বিকেল ৫ টা ৩০ মিনিটে ভূজের উদ্দেশ্যে যাত্রা করবে। বন্দে ভারত মেট্রোটি গন্তব্যে এসে পৌঁছাবে রাত ১১ টা ১০ মিনিটে। ভূজ-আমদাবাদ-ভূজ বন্দে মেট্রো যাত্রাপথে স্টপেজ দেবে ৯টি স্টেশনে। ভারতীয় রেল (Indian Railways) জানাচ্ছে, ভূজ-আমদাবাদ-ভূজ বন্দে মেট্রোটি সপ্তাহে ছয় দিন পরিষেবা দেবে।

আরোও পড়ুন : মুক্ত মানিক! জেল থেকে ছাড়া পেয়েই যা কাণ্ড ঘটালেন তৃণমূল বিধায়ক… শোরগোল রাজ্যে

শনিবার আমদাবাদ থেকে এই বন্দে ভারত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। অন্যদিকে, রবিবার পরিষেবা বন্ধ থাকবে ভূজ থেকে। পশ্চিম রেলওয়ের (আমদাবাদ ডিভিশন) জনসংযোগ আধিকারিক প্রদীপ শর্মা জানান, এই বন্দে ভারত মেট্রোর মোট ১২ টি কামরা সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত। লোকাল ট্রেনের মতো ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে কাউন্টারে এসে টিকিট কাটা যাবে।

Vande Bharat Metro

বন্দে ভারত মেট্রোয় (Vande Bharat Metro) ১,১৫০ জন যাত্রী বসে ও ২,০৫৮ জন যাত্রী দাঁড়িয়ে যাত্রা করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বন্দে ভারত মেট্রোয়। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এমার্জেন্সি আলো, সিসিটিভি, ‘টক ব্যাক সিস্টেম’, আধুনিক ব্রেকিং সিস্টেমের মতো অত্যাধুনিক সুবিধা থাকছে এই ট্রেনে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর