পুজোর আগেই ‘সোনায় সোহাগা’! হলুদ ধাতু কেনার এই সুযোগ হাতছাড়া করলেই লস

বাংলা হান্ট ডেস্ক : পুজোর মুখে আবার খানিকটা সস্তা হলো সোনা। গণেশ পুজোর পর থেকে লাফিয়ে দাম বাড়ার পর বিশ্বকর্মা পুজোর পর থেকেই একটু একটু করে আবার কমতে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold Price)। তাই উৎসবের আবার হাসি ফুটলো সোনাপ্রেমীদের মুখে। চলতি মাসের মাঝামাঝি সময় লাগাতার সোনার দাম (Gold Price) বৃদ্ধির ফলে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল হলুদ ধাতু।

কলকাতায় আজ সোনার দাম (Gold Price) কত?

কিন্তু এবার বেশ খানিকটা সস্তা হল সোনা। তাই উৎসবের মরশুমে আর মুখ গোমড়া নয়, বরং সোনায় সোহাগা হওয়ার এটাই সুবর্ণ সুযোগ। কারণ প্রতিনিয়ত যেভাবে সোনার দামের (Gold Price) হেরফের ঘটছে তাতে দেরি করলেই কিন্তু বিরাট লস। তাই এখন সোনার দাম কমতেই অনেকেই সোনা কিনতে। তবে শুধু সোনা নয়, এবার এক ধাক্কায় সস্তা হয়েছে রুপোও।

   
  • ২৪ ক্যারেট সোনার দাম কত ?

পুজোর আগেই আরও সস্তা হল সোনা। বুধবার ১৮ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৪৭৩ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে গেলে খরচ হবে ৭৪ হাজার ৭৩০ টাকা।

  • ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

কলকাতায় বুধবার ১৮ সেপ্টেম্বর ২২ ক্যারেটের সোনার দামেও এসেছে বড়সড় পরিবর্তন। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৮৫০ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনার দাম রয়েছে ৬৮ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন : বিশ্বকর্মা পুজোতেই সোনার দামে বিরাট পরিবর্তন! কলকাতায় কত সস্তা হল হলুদ ধাতু?

  • ১৮ ক্যারেট সোনার দাম-

বুধবার অনেকটাই কমেছে ১৮ ক্যারেটের সোনার দামও। আজ কলকাতায় ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৫ হাজার ৬০৫ টাকা। একইভাবে ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৫০ টাকা।

Gold Price

  • রুপোর দাম-

উৎসবের মুখে শুধু সোনায় নয় এবার সস্তা হয়েছে রুপোও। বুধবার কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ৯১০০ টাকা। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে গেলে খরচ হবে মোট ৯১ হাজার টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর