বাংলাহান্ট ডেস্ক : দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। এক সময় তিনি ছিলেন বলিউডের প্রথম সারির নায়িকা। বহু সুপারহিট ছবিতেও অভিনয় করেছেন। কিন্তু পরবর্তীতে বলিউডে কার্যত একঘরে হয়ে পড়েছিলেন তিনি। তবে হলিউডে পা রাখার পর ধীরে ধীরে মাটি শক্ত করতে শুরু করেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। বর্তমানে হলিউডের যথেষ্ট পরিচিত মুখ তিনি।
বিদেশেই সংসার পেতেছেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)
শুধু কেরিয়ার নয়, প্রিয়াঙ্কা (Priyanka Chopra) সংসারও পেতেছেন মার্কিন মুলুকে। হলিউডে কেরিয়ার গড়ার সঙ্গে সঙ্গেই পপ গায়ক নিক জোনাসকেও ডেট করতে শুরু করেন তিনি। বয়সে ঢের ছোট নিকের সঙ্গে চুটিয়ে কিছুদিন প্রেম করার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। বছর কয়েক হল সারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী। স্বামী সন্তানকে নিয়ে এখন ভরা সংসার প্রিয়াঙ্কার (Priyanka Chopra)।
আরো পড়ুন : বুদ্ধ বন্দনা ছেড়ে মমতার প্রশংসা, হঠাৎ হল কী জিতুর!
ভাইরাল ছবি ঘিরে চর্চায় অভিনেত্রী
মেয়ে মালতীর মুখ প্রকাশ্যে আনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় রাজকন্যেকে। তবে সম্প্রতি নেট মাধ্যমে একটি ছবিকে ঘিরে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তার মধ্যে একটি ছবিতে নজর আটকেছে নেটনাগরিকদের। ছবিতে দেখা গিয়েছে, ক্যামেরার সামনেই পরস্পরের ঠোঁটে ঠোঁট রেখেছেন নিক প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। এদিকে বাবা মায়ের কাণ্ড দেখে অভিনেত্রীর কোলে থাকা ছোট্ট মালতী চোখ ঢেকেছে। ছবিটি দেখে মালতীকে আদরে ভরিয়েছেন নেটিজেনরা।
আরো পড়ুন : ‘পায়ে পড়ে কেঁদেছিলাম’, বিচ্ছেদের এত বছর পর আসল কারণ ফাঁস করলেন সৃজিত-স্বস্তিকা
বলিউড কেন ছাড়লেন প্রিয়াঙ্কা
শোনা যায়, শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণেই নাকি বলিউডে একের পর এক ছবি হাতছাড়া হতে থাকে প্রিয়াঙ্কার (Priyanka Chopra)। বাধ্য হয়েই দেশের বাইরে ভাগ্য পরীক্ষা করতে যান অভিনেত্রী। তবে নিকের সঙ্গে প্রিয়াঙ্কার (Priyanka Chopra) সম্পর্কের গুঞ্জন নিয়ে এদেশেও কম চর্চা হয়নি। তবে শোনা যায়, নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়েটা নাকি মেনে নিতে পারেননি তাঁর মা মধু চোপড়া।
আসলে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তাঁর মা নাকি চেয়েছিলেন প্রায় ১০০০ এর বেশি জনকে বিয়েতে আমন্ত্রণ করতে। কিন্তু অভিনেত্রী চেয়েছিলেন শুধুমাত্র দুই পরিবারের কিছু ঘনিষ্ঠ জনদের নিয়েই বিয়ে সারতে। আর তেমন ভাবেই বিয়ের অনুষ্ঠান করেছিলেন প্রিয়াঙ্কা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার