লুক সেট হওয়ার পরেও ‘রাণী’ থেকে বাদ! প্রতিক্রিয়া জানালেন ‘তোমাদের রাণী’ অভীকা

বাংলা হান্ট ডেস্ক : কথা ছিল ‘তোমাদের রাণী’ শেষ হওয়ার পর একই প্রযোজনা সংস্থার হাত ধরে আরও একবার স্টার জলসার পর্দায় কামব্যাক করবেন তোমাদের রাণী অভিনেত্রী অভীকা মালাকার (Abhika Malakar)। কিন্তু লুক সেট হয়ে যাওয়ার পরেও শেষ মুহূর্তে প্রধান চরিত্র থেকে বাদ পড়লেন অভিনেত্রী। প্রসঙ্গত এই অল্প দিনের কেরিয়ারে অভীকার (Abhika Malakar) ঝুলিতে রয়েছে মাত্র একটি সিরিয়াল।

‘রাঙামতি তীরন্দাজ’ থেকে কেন বাদ পড়লেন অভীকা (Abhika Malakar)?

প্রথম সিরিয়াল থেকেই তিনি দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। অভিনয় জীবনের শুরুতেই প্রথম সিরিয়ালই অভীকাকে (Abhika Malakar) এনে দিয়েছে বাংলা জোড়া খ্যাতি। তাই প্রিয় অভিনেত্রী আবার নতুন সিরিয়ালে কামব্যাক খবর মিলতেই  আনন্দে মশগুল ছিলেন ভক্তরা। কিন্তু এরইমধ্যে আচমকাই  ঘটে গেল অঘটন।

লুক সেট হয়ে যাওয়ার পরেও রাঙামাটি তীরন্দাজের চরিত্র থেকে বাদ পড়েছেন অভীকা। যদিও দর্শকরা ভেবেছিলেন আলাদা সিরিয়ালে হলেও তোমাদের রাণীর পর আরও একবার একসাথেই অভিনয়ে ফিরছেন পর্দার দুর্জয়-রাণী জুটি। এমনিতে স্টার জলসা হোক কিংবা জি বাংলা প্রতিটি চ্যানেলেই এখন নতুন সিরিয়ালের মেলা। এই মুহূর্তে লাইনে রয়েছে স্টার জলসার দু’দুটি নতুন মেগা। গত সপ্তাহের রবিবারেই দু’দুটি নতুন সিরিয়ালে জোড়া প্রোমো প্রকাশ্যে এনেছিল স্টার জলসা। 

তবে জল্পনায় সিলমোহর দিয়ে দুই শালিক সিরিয়ালে তিতিক্ষা-নন্দিনীকেই দেখা গেলেও ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে দেখা গেল একেবারে আনকোরা মুখ।তিনি হলেন মনীষা মন্ডল। পেশায় মডেল মনীষাকে নির্মাতারা বেছে নিয়েছেন অভীকা পরিবর্তে। কিন্তু কেন লুকসেট হওয়ার পরেও নায়িকা বদল করলেন নির্মাতারা? তা জানতেই আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল এই সিরিয়ালের প্রযোজনা সংস্থা টেন্টের সাথে। কিন্তু তাদের তরফে কোন উত্তর মেলেনি।

আরও পড়ুন : বিবাহ বিচ্ছেদের ৫ বছর পর মধুমিতার সিঁথিতে সিঁদুর! চুপি চুপি বিয়ে সারলেন? উঠছে প্রশ্ন

তবে এপ্রসঙ্গে জানতে চেয়ে অভীকার সাথে যোগাযোগ করা হলে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, ‘গ্রামবাংলার একজন তিরন্দাজকে নিয়ে গল্প। তার চলন-বলন, সবই আলাদা। আগের ধারাবাহিকে আমি শহুরে মেয়ে, পেশায় চিকিৎসক। নিজেকে আমূল বদলাতে আমায় বাড়তি প্রশিক্ষণ নিতে হত। যার জন্য আমিই পিছিয়ে গিয়েছি।’

Abhika 1

তাছাড়া সকলেই জানেন জনপ্রিয় এই টেলি অভিনেত্রীর বয়স বেশি নয়। তাই প্রথম সিরিয়াল শেষ হওয়ার পর আপাতত পড়াশোনাতেই ফোকাস করতে চাইছেন অভিনেত্রী। আর এই কারণেই প্রথম সিরিয়াল শেষ হওয়ার আপাতত তিনি কিছুদিনের বিরতি নিতে চাইছেন। তাছাড়া তিনি মনে করেন, একটু বিরতি না নিয়ে সঙ্গে সঙ্গে আর একটি চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়াও কঠিন। কারণ, অভীকা মনে করেন তিনি বাকিদের মতো পোড়খাওয়া অভিনেত্রী নন।  তাই মাত্র একটি ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা নিয়েই আপাতত পড়াশোনার পর্ব শেষ করতে চান অভিনেত্রী।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর