কলতানকে ‘কৃষ্ণ’, সঞ্জীবকে ‘অর্জুন’ তকমা রাজ্যের! পাল্টা হাইকোর্ট যা বলল … তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের আবহে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। তার সূত্র ধরে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানি ছিল। তখনই কলতানকে ‘কৃষ্ণ’ এবং সঞ্জীবকে ‘অর্জুন’ আখ্যা দেন রাজ্যের আইনজীবী।

  • কলতান-মামলায় কী বলল হাইকোর্ট (Calcutta High Court)?

আরজি কর কাণ্ডের আবহে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওপর হামলার চক্রান্ত করার অভিযোগ উঠেছে। সেই ইস্যুতেই মামলা হয়। জল গড়িয়েছে হাইকোর্ট অবধি। আজ এই মামলার শুনানিতেই কলতানের (Kalatan Dasgupta) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘উনি তো কোনও হামলার নির্দেশ দেননি। একটা অডিও ক্লিপ সামনে এসেছে। সেখানে হামলার কথা বলা হচ্ছে। নির্দেশ মতো কাজ করতে বলা হচ্ছে। তবে কোনও নির্দেশ তো দেওয়া হয়নি’।

এই কথার প্রেক্ষিতেই কলতানকে ‘কৃষ্ণ’ এবং সঞ্জীবকে ‘অর্জুন’ আখ্যা দেন রাজ্যের আইনজীবী। তিনি বলেন, ‘সঞ্জীব অর্জুনের ভূমিকা পালন করেছেন। কী করবেন উনি বুঝতে পারেননি, বিভ্রান্ত ছিলেন। সেই সময়ই কলতান কৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হয়’। এখানেই না থেমে রাজ্যের আইনজীবী বলেন, বিগত ১০ মাসে দু’জনের মধ্যে ১৭১ বার টেলিফোনিক কথোপকথন হয়েছে। অচেনা দু’জনের মধ্যে এতবার ফোনে কথা হওয়া সম্ভব নয়! রাজ্যের দাবি, দু’জনেই নাকি এই কণ্ঠস্বর তাঁদের বলে স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে আরও অস্বস্তিতে তৃণমূল? এই বিধায়ককে তলব করল ED! তোলপাড় রাজ্য

এদিকে শুনানি চলাকালীন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, ‘যেভাবে পেন ড্রাইভটি পাওয়া গিয়েছে, সেটা নিয়ে ধন্দ রয়েছে। যার কাছ থেকে এটি পাওয়া গেল, ওনাকে কেন জিজ্ঞাসাবাদ করা হল না?’ একইসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলনরত ডাক্তারদের রক্ষা করা সবার কর্তব্য’।

Calcutta High Court

জাস্টিস ভরদ্বাজের প্রশ্ন, ‘হামলার চক্রান্ত যদি করাই হয়ে থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা কেন নেওয়া হল না? পুলিশ কেন কোনও পদক্ষেপ নিল না? ১৮-১৯ বছরের ছেলেমেয়েদের তুলে আনা হচ্ছে। ওদেরও ভবিষ্যৎ রয়েছে!’। বিচারপতি এদিন বলেন, বিষয়টা আমাদের ভাবতে হবে। তাহলে সিবিআই সম্পূর্ণ বিষয়ের তদন্ত করুক। এদিন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত আদালতে (Calcutta High Court) বলেন, ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা রাজ্য দেখবে। ইতিমধ্যেই এই মামলার শুনানি শেষ হয়েছে। আজই সন্ধ্যা ৭টা নাগাদ রায় ঘোষণা হবে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর