শূন্য রানে আউট হয়ে “লজ্জার রেকর্ড” গড়লেন শুভমান গিল, ছুঁয়ে ফেললেন কোহলিকেও

বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং বাংলাদেশের মধ্যে চলা প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি এবং শুভমান গিলের মতো (Shubman Gill) টপ অর্ডারের ভারতীয় ব্যাটাররা চূড়ান্ত “ফ্লপ” হয়েছেন। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ ইনিংস ও রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরি দলকে কঠিন সময় থেকে উদ্ধার করেছে। প্রথম দিনের খেলা শেষে অশ্বিন ১০২ ও জাদেজা ৮৬ রান করে অপরাজিত থাকেন। এদিকে তিন নম্বরে ব্যাট করতে আসা শুভমান গিল খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। শুভমান গিলের শূন্য রানের আউট হওয়ার পরেই তিনি একটি “লজ্জার রেকর্ড”-এ নাম নথিভুক্ত করে ফেলেছেন।

শূন্য রানে আউট হন শুভমান গিল (Shubman Gill):

শুধু তাই নয়, এই লজ্জাজনক রেকর্ড করে তিনি ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিকে। জানিয়ে রাখি যে, শুভমান গিল (Shubman Gill) ২০২৪ সালে টেস্ট ম্যাচে তৃতীয়বার শূন্য রানে আউট হয়েছেন। এর আগে বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খাতা না খুলেই দু’বার আউট হয়েছিলেন তিনি। এদিকে, শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয়বারের মতো হাসান মাহমুদের বলের শিকার হন শুভমান।

উল্লেখ্য যে, হাসান মাহমুদ আজ দুর্দান্ত বোলিং করে ভারতীয় টপ অর্ডারকে পুরোপুরি ধ্বংস করে দেন। শুধু তাই নয়, শুভমান গিলকে (Shubman Gill) শূন্য রানে আউট করার পাশাপাশি, তিনি অধিনায়ক রোহিত শর্মা (৬), বিরাট কোহলি (৬) এবং ঋষভ পন্থেরও (৩৯) উইকেট নেন। এছাড়া বাংলাদেশের বোলার নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ নেন ১ টি করে উইকেট পান।

আরও পড়ুন: দুর্ঘটনার পর প্রথম টেস্টেই দুর্ধর্ষ নজির পন্থের! গড়লেন বিশেষ রেকর্ড, জানলে হবে গর্ব

বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন গিল: জানিয়ে রাখি, শুভমান গিল (Shubman Gill) বর্তমানে সেইসব ভারতীয় ব্যাটারদের তালিকায় যোগ দিয়েছেন যাঁরা এক বছরে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন। ওই তালিকায় তিনি রয়েছেন ৬ নম্বরে। এদিকে, ২০২১ সালে এই লজ্জাজনক রেকর্ডটি নিজের নামে করে ফেলেছিলেন বিরাট কোহলি। সেই সময়ের মধ্যে, বিরাট কোহলিও টেস্ট ম্যাচে খাতা না খুলে তিনবার শূন্য রানে আউট হয়েছিলেন।

আরও পড়ুন: ৩৪/৩ থেকে ৩৩৯/৬! অশ্বিনের সেঞ্চুরি এবং জাদেজার ঝড়ে ঘুরে দাঁড়াল ভারত, ভাঙল রেকর্ড

তবে, ভারতীয় ব্যাটারদের মধ্যে এই রেকর্ডের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মাহিন্দর অমরনাথের নাম। মাহিন্দর অমরনাথ ১৯৮৩ সালে মোট ৫ বার টেস্ট ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। এছাড়াও মনসুর আলী খান পতৌদি (১৯৬৯), দিলীপ বেঙ্গসরকার (১৯৭৯) এবং বিনোদ কাম্বলিও (১৯৯৪) একই বছরে টেস্টে তিন বা তারও বেশি বার শূন্য রানে আউট হয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর