বাংলা হান্ট ডেস্ক: ঝলমলে সোনালী রোদ আর নীল-সাদা আকাশ জানান দিচ্ছে মা আসছে। আপাতত কেটেছে নিম্নচাপের ফাঁড়া। শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপ। যার জেরে একটানা বৃষ্টির হাত রেহাই মিলেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তাহলে কি বৃষ্টির পালা শেষ? একদমই না! আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বাড়ছে গরম, বৃষ্টি কি হবে আজ?
বৃষ্টির দাপট কমতেই গরম বাড়ছে। সকাল থেকেই কড়া নাড়ছে রোদ। বেলা গড়াতে দোসর হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও বৃষ্টি চলবে। শুক্রবার বজবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ৫ জেলায়। তালিকায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রে তেমন বৃষ্টি হবে না কলকাতাতে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪-৩৫ ডিগ্রির কাছে।
এদিকে ভারী বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি। গত দুদিনে প্রচুর পরিমাণে জলে ছেড়েছে ডিভিসি। যার প্রভাবে দামোদর নদের আশেপাশের এলাকা জলমগ্ন। জলের তলায় বেশ কিছু এলাকা। দুর্ভোগে পড়েছে বহু মানুষ।
আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড! ৫০০ বছর হয়ে গেলো, তবুও এই একটি বই পড়ার ক্ষমতা কারোর হয়নি! বই জুড়েই রহস্য
উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।