পুজোর আগেই সোনার দামে বাম্পার অফার! সব ফেলে আজই ছুটুন দোকানে, কলকাতায় কত?

বাংলা হান্ট ডেস্ক : পুজোর মরশুমেই সোনার দামে (Gold Price) এল বিরাট বদল। আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর এক ধাক্কায় অনেকটাই কমে গেল হলুদ ধাতুর দাম।  উৎসবের মরশুমে সোনা সস্তা হওয়ায় হাসি ফুটল সোনা প্রেমীদের মুখে। তাছাড়া পুজোর মুখে বিক্রি-বাটা ভালো হওয়ায় দিলখুশ বিক্রেতাদেরও। বাজারে সোনার দাম (Gold Price) কমতেই জামা কাপড়ের দোকানের মতোই ভিড় উপচে পড়ছে সোনার দোকান গুলোতেও।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত

এই সুযোগে অনেকে কিনে রাখছেন পছন্দের সোনা-গয়না। তাছাড়া সামনেই রয়েছে বিয়ের সিজন। তাই সোনার দাম (Gold Price) কমতেই এই সুযোগে বিয়ের গয়নাও গড়িয়ে নিয়েছেন অনেকে। আবার অনেকে কিনছেন আগাম উপহার। তাছাড়া সোনা শুধুই অলংকার নয় ভবিষ্যতের সঞ্চয় হিসাবেও গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ভালো দাম পাওয়ার আশায় এই সুযোগে অনেকেই সোনার বার কিংবা কয়েন কিনে রাখার পরিকল্পনা করেছেন। প্রসঙ্গত সোনার পাশাপাশি পুজোর আগেই সস্তা হয়েছে রুপো। তাই বিশেষজ্ঞরা মনে করছেন সোনার পাশাপাশি রুপো কেনার জন্য এটাই একেবারে উপযুক্ত সময়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় কতটা সস্তা হলো সোনা-রুপো।

   
  • ২৪ ক্যারেট সোনার দাম কত ?

পুজোর আগেই আরও সস্তা হল সোনা। শুক্রবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে গেলে খরচ হবে ৭ হাজার ৪৪৪ টাকা। একইসাথে আজ সপ্তাহের শেষে ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে গেলে খরচ হবে ৭৪ হাজার ৪৪০ টাকা।

  • ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

আজ শুক্রবার কলকাতায় ২২ ক্যারেটের সোনার দামেও এসেছে বিরাট পরিবর্তন। আজ ১ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬ হাজার ৮২৪ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে গেলে খরচ হবে ৬৮ হাজার ২৪০ টাকা।

আরও পড়ুন : ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৫ জেলা নিয়ে বাড়ছে চিন্তা: আজকের আবহাওয়া

  • ১৮ ক্যারেট সোনার দাম-

একধাক্কায় কমে গিয়েছে ১৮ ক্যারেট সোনার দামও। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৫৮৩ টাকা। একইভাবে ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে ৫৫ হাজার ৮৩০ টাকা।

Gold Price

  • রুপোর দাম-

উৎসবের মুখে শুধু সোনা নয় এবার সস্তা হয়েছে রুপোও। শুক্রবার কলকাতায় ১০০ গ্রাম রুপো বিক্রি হচ্ছে ৯ হাজার ৯০ টাকায়। অর্থাৎ আজ১ কেজি রুপো কিনতে গেলে খরচ হবে মোট ৯০ হাজার ৯০০ টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর