ইতিহাস সৃষ্টি মোহনার! প্রথম মহিলা ‘তেজস পাইলট’ হয়ে বেনজির কীর্তি ভারতে, জয়জয়কার বিশ্বজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : এবার ইতিহাস লিখতে চলেছেন মোহনা। লাইট কমব্যাট এয়ারক্র্যাফট তেজস ওড়াবেন এই স্কোয়াড্রন লিডার। ভারতীয় বায়ু সেনায় (Indian Air Force) আট বছর আগেই যোগদান করেছিলেন মোহনা সিং। অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত ও মোহনা সিং অবশ্য আগেই মহিলা ফাইটার জেট পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান বিভাগে যোগদান করেছেন।

ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) রত্ন মোহনা

তবে এবার ভারতের প্রথম মহিলা তেজস পাইলট হতে চলেছেন মোহনা সিং। মোহনা বর্তমানে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) সুখোই-৩০MKi ওড়ান। শুধু তাই নয়, যোধপুরে ‘তরঙ্গ শক্তি’ প্রদর্শনেও ৩ সশস্ত্র বাহিনীর ৩ উপপ্রধানদের সঙ্গে ছিলেন মোহনা। বলতে গেলে, সেটাও ছিল ঐতিহাসিক উড়ান।

Indian Air Force

যোধপুরে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) ঘাঁটিতে গত ৩০ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই ‘তরঙ্গ শক্তি’ প্রদর্শন হয়। সেখানে অস্ট্রেলিয়া, গ্রিস, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিয়েছিল। উল্লেখ্য, ইন্ডিয়ান এয়ার ফোর্স হল বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়ুসেনা।

আরোও পড়ুন : পুজোর আগেই সোনার দামে বাম্পার অফার! সব ফেলে আজই ছুটুন দোকানে, কলকাতায় কত?

বর্তমানে কুড়ি জন মহিলা ফাইটার পাইলট রয়েছেন ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force)। ইতিপূর্বে মহিলাদের যুদ্ধবিমান চালানোর অনুমতি দেওয়া হত না। কিন্তু ২০১৬ সালে যুদ্ধবিমান চালানোর জন্য অনুমতি দেওয়া হয় মহিলাদের। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখ সমরে যাওয়ার অনুমতি পান মহিলারাও। সম্প্রতি পর্যন্ত, মোহনা সিং MiG-২১ উড়িয়েছিলেন।

Indian Air Force

সম্প্রতি পাকিস্তানের সীমান্তে গুজরাট সেক্টরের নালিয়া বিমান ঘাঁটিতে মোতায়েন করা এলসিএ স্কোয়াড্রনে পোস্ট করা হয়েছিল তাঁকে। রাজস্থানের ঝুনঝুনু জেলার বাসিন্দা মোহনা সিং। তার দাদা এভিয়েশন রিসার্চ সেন্টারে একজন ফ্লাইট গানার ছিলেন এবং বাবা আইএএফ-এর একজন ওয়ারেন্ট অফিসার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর