বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) হাসপাতালে আর্থিক প্রতারণা এবং পরে তরুণী চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। বর্তমানে জেলবন্দী সন্দীপ। চলছে তদন্ত, আর ভয়ঙ্কর সব অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। যা শুনে কার্যত ভিমরি খেতে হচ্ছে গোয়েন্দাদেরও। এবার সেই সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস করাতে চাইছে সিবিআই।
সিবিআই এর একটি সূত্রের দাবি, বাংলা নয়, গুজরাতে নিয়ে গিয়ে সন্দীপের নার্কো পরীক্ষা করাতে চাইছেন তারা। আবেদন জানিয়ে খুব শীঘ্রই সিবিআই শিয়ালদহ আদালতের দ্বারস্থ হতে পারে বলেও খবর মিলেছে। প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় মহিলা তরুণী চিকিৎসকের ক্ষত-বিক্ষত দেহ। পরবর্তীতে জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ডাক্তারকে। এই ঘটনার পর থেকেই একাধিক ইস্যুতে শিরোনামে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)।
প্রথমে আর জি করে বিপুল আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ও পরে ১৫ সেপ্টেম্বর চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। আগেই তদন্তকারী সংস্থার তরফে সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়। জানা যাচ্ছে, দিল্লির সিএফএসএল এর রিপোর্টে সন্দীপের কিছু বয়ান ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ রয়েছে। তাই তদন্তের প্রয়োজনে সন্দীপের নার্কো অ্যানালিসিস করাতে চাইছে সিবিআই।
আরও পড়ুন: এবার কপাল খুলছে বালুর! শীঘ্রই জেল থেকে ছাড়া পাচ্ছেন জ্যোতিপ্ৰিয়? বিরাট নির্দেশ দিল হাইকোর্ট…
এর আগে আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিস করাতে চেয়েছিল সিবিআই। তবে অভিযুক্তর অনুমতি না মেলায় তা হয়নি। এদিকে গতকালই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গত ২ সেপ্টেম্বর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ। এরপর ৬ সেপ্টেম্বর তাকে শোকজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। এই বিষয়ে ৩ দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছিল। তবে উপযুক্ত উত্তর না আসায় বৃহস্পতিবারই সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।