যৌন হেনস্তার অভিযোগ উঠতেই আলাদা থাকছেন স্ত্রী শ্রেয়া? বউকে নিয়ে এবার মুখ খুললেন জয়জিৎ

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা হলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)। নিজের অভিনয় গুণেই পাকাপোক্ত জায়গা তৈরী করে নিয়েছেন দর্শকদের মনে। তবে অভিনয় নয়, বিগত কিছুদিন ধরেই একেবারে পৃথক কারণে শিরোনামে রয়েছেন জয়জিৎ (Joyjit Banerjee)। প্রসঙ্গত আরজিকর কাণ্ড নিয়ে শুরু থেকে প্রতিবাদের সরব হয়েছেন এই অভিনেতা।

‘স্ত্রী’র সাথে  বিচ্ছেদ হয়ে গিয়েছে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের (Joyjit Banerjee)?

তবে আরজিকরের প্রতিবাদ আন্দোলনের মাঝেই আচমকা যৌন হেনস্তার অভিযোগে সরগরম হয়ে টলিউড। একাধিক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে সরব হন একের পর এক অভিনেত্রী। অভিনেতা জয়জিতের (Joyjit Banerjee) বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় একই অভিযোগ তোলেন একজন উঠতি মডেল।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অভিনেতা দাবি করেছিলেন স্ত্রী শ্রেয়া তাঁকে বিশ্বাস করেন। তিনি সব সময় তার পাশেই আছেন। কিন্তু এরই মাঝে চর্চায় উঠে এসেছে, জয়জিৎ-শ্রেয়ার কুড়ি বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরার খবর। কিন্তু খবরটা সত্যি কিনা তা যাচাই করতেই সম্প্রতি টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ অভিনেতার সাথে।

প্রশ্ন শুনেই এদিন  চমকে ওঠেন অভিনেতা। উত্তর দেওয়ার আগেই পাল্ট প্রশ্ন করে তিনি জানতে চান, ‘কী বলছেন? কোথা থেকে শুনলেন বলুন তো! আমরা এসব ভাবতেই পারি না। সে আমার ব্যক্তি জীবনে যাই ঘটুক না কেন, তাতে রাগ-অভিমান থাকতে পারে, কিন্তু তাই বলে পথচলা আলাদা হবে?’ কিন্তু আচমকা তাঁদের দাম্পত্য জীবন নিয়ে কেন এমন গুজব রটলো?

আরও পড়ুন : ‘মোটা’ বলে কটাক্ষ! নিজের অভিনয় গুণেই আজ দর্শকদের মন জিতেছেন ‘নিম ফুলের মধু’র কৃষ্ণা

জবাবে এদিন আফসোস করেই অভিনেতা বলেন, ‘ কত কী তো দেখছি এই বয়সে এসে। ভাললাগে, হাসিও পায়। তবে খারাপও লাগে মাঝে মাঝে, কেন এসব কথা? কেন এসব রটবে বলুন?’ প্রসঙ্গত দেখতে জয়জিৎ এবং শ্রেয়া একে অপরের সাথে কাটিয়ে ফেলেছেন দুই দশক। এক পুত্র সন্তান-ও রয়েছে তাঁদের।

তবে জয়জিৎ মনে করেন ২০ বছরের সংসারে মান-অভিমান, রাগ সবই তো থাকতে পারে, এটার নামই সংসার। তাই অভিনেতার প্রশ্ন, ‘ স্ত্রী যদি অভিমান করে দু’দিন মাসির বাড়ি গিয়ে ওঠে, তবে সেটাকে বিবাহ বিচ্ছেদ বলে? কোন সংসারে এটুকু অভিমান থাকে না বলুন তো? এটা খুব স্বাভাবিক একটা ঘটনা।’

Joyjit Banerjee

তবে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নিয়ে জয়জিৎ বলেছেন, ‘আমি আর পাঁচ জনের থেকে আলাদা নই। খুব সাধারণ একটা মানুষ। খুব বেশি আমায় নিয়ে কথা হোক পছন্দ করি না। তাই আমার নামে মিথ্যে খবর রটলেও খুব একটা মাথা ঘামাই না, যতক্ষণ না তা আমার পরিবারে প্রভাব ফেলছে’। তবে এদিন বেশ বিরক্ত হয়েই অভিনেতা বলেছেন, ‘মানুষ ঘর ভাঙার খবর পেতে কেন এত ভালবাসে? মানুষের গায়ে অকারণে কাদা ছেটাতে কেন ভালবাসে, বুঝি না। যে যাই বলে থাকুক না কেন, বিশ্বাস করুন, আমার সংসারটা এখনও আছে। থাকবেও আশা করি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর