‘না জেনে মন্তব্য করাটাই ক্রেডিট’! পোস্টার বিতর্কে কুনাল ঘোষকে দেব-সৃজিতের সাথে কথা বলার পরামর্শ স্বস্তিকার

বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কান্ডের শুরু থেকেই একদিকে যখন সবাই প্রতিবাদে সুর চড়াচ্ছেন তখন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ যাকে পারছেন তাকে এই সংবেদনশীল পরিস্থিতিতেও বেলাগাম ভাষায় কটাক্ষ করে চলেছেন। তিলোত্তমার বিচারের দাবিতে শুরুর দিন থেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Mukherjee)।

কুনাল ঘোষকে মোক্ষম জবাব স্বস্তিকার (Swastika Mukherjee)

সদ্য মুক্তি পেয়েছে স্বস্তিকার (Swastika Mukherjee) আসন্ন সিনেমা ‘টেক্কা’র একটি পোস্টার। সেই পোস্টার নিয়েও এবার সমাজ মাধ্যমে অভিনেত্রীকে তুলোধোনা করলেন কুনাল (Kunal Ghosh)। এদিন নিজের এক্স হ্যান্ডেল থেকেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) ছবি দেওয়া ‘টেক্কা’ সিনেমার  একটি ছবি শেয়ার করেছিলেন কুণাল ঘোষ। সেই ছবির পাশেই লেখা ছিল, ‘আমার মেয়েকে ফেরাবে কে?’

   

এই ছবিতেই কটাক্ষ করে কুনাল লিখেছেন, ‘যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আরজিকর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।’

এবার টেকার পোস্টার বিতর্কে কুনাল ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন খোদ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবিপি লাইভ বাংলায় অভিনেত্রী প্রথমেই স্পষ্ট জানিয়েছেন তিনি এক্স অ্যাকাউন্ট ব্যবহার করেন না। ফেসবুক এবং ইনস্টাগ্রামেই তাঁর অনেকটা সময় চলে যায়। অভিনেত্রীর কথায়, ‘এসবের বাইরেও তো কিছু কাজ করতে হবে। সারা জীবনটা তো আর সোশ্যাল মিডিয়ায় দিতে পারব না। কিন্তু এইটুকু বলতে পারি উনি হয়তো জানেন না সিনেমার দুনিয়াটায় কীভাবে কাজ হয়। ঠিক যেমন আমি ওঁর কাজটা জানি না।’

আরও পড়ুন : যৌন হেনস্তার অভিযোগ উঠতেই আলাদা থাকছেন স্ত্রী শ্রেয়া? বউকে নিয়ে এবার মুখ খুললেন জয়জিৎ

এরপরেই কুনাল ঘোষকে মোক্ষম জবাব দিয়ে অভিনেত্রী বলেছেন, ‘এখন অবশ্য সবাই না জানাটাকেই ক্রেডিট হিসেবে ভাবেন। আমি জানি না, কিন্তু আমি সব বিষয় নিয়ে মন্তব্য করি, এটাই যেন তাঁদের মুকুটে আরেকটা পালক। এটাই বোধহয় ওঁর ইউএসপি। একজন অভিনেতা কখনোই ঠিক করতে পারেন না পোস্টারে কোন ছবি বা লেখা যাবে। এটা আমার কাজ নয়, আমায় জিজ্ঞাসা করেও কেউ পোস্টার তৈরি করেন না। এটা সম্পূর্ণ পরিচালক আর প্রযোজকের দায়িত্ব’।

Swastika Mukherjee

এখানেই শেষ নয়, সেইসাথে এদিন স্বস্তিকা বলেছেন, ‘ওঁর হয়তো মহিলাদের টার্গেট করতে ভাল লাগে, উনি হয়তো ওঁর বাবা মায়ের থেকে সেই শিক্ষাটা পেয়েছেন। আমি তো পাইনি। তাই এই ধরণের কাজটাকে মাথায় নেওয়ারই প্রয়োজন মনে করছি না। ওঁর যদি এই বিষয়টা নিয়ে আপত্তি থাকে তাহলে দেব আর সৃজিতের সঙ্গে কথা বলুন। আমি মহিলা বলে আমায় সব দায়িত্ব নিতে হবে এমন কোথাও লেখা নেই।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর