না চাইতেও ফেরাতে হচ্ছে সবাইকে, বিয়ের ১৩ দিন আগে ক্ষমা চাইলেন কেন রূপসা?

বাংলাহান্ট ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। হাতে আর মাত্র দিন কয়েক বাকি। আগামী অক্টোবর মাসেই বিয়ে করতে চলেছেন তিনি। আইনি বিয়ে অবশ্য আগেই সেরে রেখেছেন। এবার সামাজিক বিয়ের পালা। আর সেটা বেশ ধুমধাম করেই সারার পরিকল্পনা রয়েছে রূপসার (Rupsa Chatterjee)। কিন্তু তার আগেই হঠাৎ ক্ষমা চেয়ে বসলেন অভিনেত্রী। কেন?

বিয়ের তোড়জোড়ে ব্যস্ত রূপসা (Rupsa Chatterjee)

হাতে আর দু্ সপ্তাহেরও কম সময় বাকি। রূপসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই দেখা যাবে, আইবুড়োভাত আর প্রি ওয়েডিং শুটেই ব্যস্ত নায়িকা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আদর যত্নে করে আইবুড়োভাত খাওয়াচ্ছেন অভিনেত্রীকে। সেসব ছবি আর প্রি ওয়েডিং শুটের ছবিও শেয়ার করে চলেছেন তিনি। আপাতত কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন রূপসা (Rupsa Chatterjee)।

আরো পড়ুন : ‘শিরি লেখা’ থেকে স্বস্তিকা ‘কাকিমা’! RG Kar কাণ্ডে সরব তারকাদের কুরুচিকর কটাক্ষ TMC নেত্রীর

হঠাৎ ক্ষমা চাইলেন কেন নায়িকা

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন রূপসা (Rupsa Chatterjee)। আর তখনই ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেন? আসলে রূপসা (Rupsa Chatterjee) বলেন, বাড়িতে বসে থাকার মেয়ে তিনি নন। এই সময়ে না চাইতেও তাঁর কাছে প্রচুর কাজ এসেছে। কিন্তু তিনি সকলকে বলেছেন তাঁকে যেন ক্ষমা করে দেন সবাই। বিয়ে মিটলেই তিনি কাজ শুরু করবেন।

আরো পড়ুন : গদগদ প্রেম, ভরা সংসার, কার বিষ নজরে ভেঙেছিল হৃতিক-সুজানের দাম্পত্য?

বিয়ের আগে ডায়েটে নায়িকা

রূপসা (Rupsa Chatterjee) বলেন, বিয়ের জন্য চরম ব্যস্ততায় রয়েছেন তিনি। ভগবানকেও বলেছেন যেন তাঁকে ক্ষমা করে দেন। অভিনেত্রী এও বলেন, তিনি এখন কড়া ডায়েটের মধ্যে রয়েছেন। ভাত বাড়িতে খাচ্ছেনই না। সপ্তাহে দুদিন ভালো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তাই বাড়িতে তেমন ভুলভাল কিছু খাচ্ছেন না তিনি।

Rupsa Chatterjee

প্রসঙ্গত, বছর দুয়েক আগে আইনি বিয়ে সেরেছিলেন রূপসা (Rupsa Chatterjee)। সামাজিক বিয়েতেও কোনো খামতি রাখতে চাইছেন না তিনি। জোকার কাছে একটি ব্যাঙ্কোয়েটে বসছে তাঁর বিয়ের আসর। বিয়েতে সম্পূর্ণ সাবেকি সাজে সাজবেন তিনি। বিয়ের পর দিন কয়েক হানিমুনে কাটিয়েই ফের কাজে যোগ দেবেন রূপসা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর