শেয়ার বাজারে ঝড়, সেনসেক্স পৌঁছল “All Time High”-তে, ৫.৬ লক্ষ কোটির লাভ বিনিয়োগকারীদের

বাংলা হান্ট ডেস্ক: লেনদেনের শেষ দিনে অর্থাৎ শুক্রবার শেয়ার বাজারে (Share Market) ঝড় উঠেছে। শুধু তাই নয়, সেনসেক্স তার সর্বকালের সর্বোচ্চ 84,000-এর স্তর ছাড়িয়েছে। যেখানে নিফটিও 25,800 পয়েন্টের স্তর অতিক্রম করেছে। শুক্রবার সেনসেক্স 1,360 পয়েন্ট বা 1.63%-এর বিশাল বৃদ্ধির সাথে 84,544 স্তরে বন্ধ হয়েছে। যেখানে নিফটি 375 পয়েন্ট বা 1.48 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং 25,791-এর স্তরে বন্ধ হয়েছে। এমতাবস্থায়, BSE-তে তালিকাভুক্ত সমস্ত শেয়ারের সম্মিলিত মার্কেট ক্যাপ 5.6 লক্ষ কোটি টাকা বেড়ে 471 লক্ষ কোটি টাকা হয়েছে। অটো ও মেটাল সেক্টরের শেয়ারেও জোরালো লেনদেন হয়েছে।

শেয়ার বাজারে (Share Market) উঠল ঝড়:

শুক্রবার সকালে নিফটি 110 পয়েন্টের বৃদ্ধির সাথে 25526-এর স্তরে খোলে। যেখানে সেনসেক্স 418 পয়েন্টের বৃদ্ধির সাথে 83603 স্তরে অলেন হয়েছিল। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পর বাজারে এই উত্থান ঘটেছে।

   

Investors benefited from the share market.

আজকের টপ গেইনার শেয়ার: শুক্রবার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারে (Share Market) প্রায় 5.5 শতাংশের সর্বোচ্চ লাভ রেকর্ড করা হয়েছে। ওই শেয়ার 2,951 টাকার দামে বন্ধ হয়েছে। এর পরে, ICICI ব্যাঙ্কে 3.60 শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়। ওই শেয়ারটি 1,338-এর স্তরে বন্ধ হয়। এদিকে, JSW স্টিলের শেয়ার 3.50 শতাংশ বৃদ্ধির সাথে 981.55 টাকার স্তরে বন্ধ হয়েছে। যেখানে এলএন্ডটি-র শেয়ার 3 শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে 3,794 টাকার স্তরে বন্ধ। এছাড়াও, নেসলে ইন্ডিয়া 2.49 শতাংশ বৃদ্ধির সাথে 2,700 টাকার স্তরে এবং HUL-এর শেয়ার 2.27 শতাংশ বৃদ্ধি পেয়ে 2,978 টাকার স্তরে বন্ধ হয়েছে।

আরও পড়ুন: তিনিই সেরা! বাংলাদেশের বিরুদ্ধে চলা টেস্টে ইতিহাস গড়লেন বুমরাহ, নিয়ে ফেললেন ৪০০ উইকেট

আজকের ক্ষতিগ্রস্ত শেয়ার: শুক্রবারের লেনদেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র শেয়ারগুলিতে 1.05 শতাংশ পতন রেকর্ড করা হয়েছিল। যার ফলে এই শেয়ার (Share Market) 781.70 টাকার স্তরে বন্ধ হয়েছে। অপরদিকে, IndusInd Bank-এর শেয়ার 0.31 শতাংশ কমে 1,480 টাকার স্তরে বন্ধ হয়েছে। এদিকে, TCS-এর শেয়ার 0.27 শতাংশ পতনের সাথে 4,285 টাকায় বন্ধ হয়েছে। এছাড়াও, বাজাজ ফাইন্যান্স 0.11 শতাংশ হ্রাস পেয়েছে এবং 7,582 টাকার স্তরে বন্ধ হয়েছে।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! কবে শুরু হবে BSNL-এর 4G পরিষেবা? অবশেষে সামনে এল দিনক্ষণ

PSU ব্যাঙ্ক বাদে, সমস্ত ইনডেক্সগুলি সবুজ রঙে ছিল: শুক্রবার সর্বোচ্চ নিফটি রিয়েলটি ইনডেক্সে ৩.০৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। যা 1,102 স্তরে বন্ধ হয়েছে। এর পরে, নিফটি অটো 1.88 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং 26,395-এর স্তরে বন্ধ হয়েছে। যেখানে নিফটি মেটাল 1.65 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং 9,404-এর স্তরে বন্ধ হয়েছে। এদিকে, ব্যাঙ্ক নিফটি 1.42 শতাংশ বৃদ্ধি পেয়ে 53,793-এর স্তরে বন্ধ হয়েছে। জানিয়ে রাখি যে, আজকের লেনদেনে নিফটি PSU ব্যাঙ্ক ছাড়া, সমস্ত সেক্টরাল ইনডেক্সগুলি সবুজ রঙে বন্ধ হয়েছে। নিফটি PSU ব্যাঙ্ক 0.09 শতাংশ কমেছে এবং 6,628-এর স্তরে বন্ধ হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর