বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলির (Virat Kohli) পারফরম্যান্স ভালো ছিল না। বিরাট কোহলি দুই ইনিংসেই ব্যর্থ হয়ে বড় স্কোর করতে পারেননি। তবে তা সত্বেও কোহলি নিজের নামে করে ফেললেন বিরাট রেকর্ড। এখন দেশের মাটিতে ১২ হাজার আন্তর্জাতিক রান করা খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি।
“বিরাট” নজির গড়লেন কোহলি (Virat Kohli):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর মাধ্যমে তিনি সচিন তেন্ডুলকার এবং রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের তালিকায় প্রবেশ করেছেন। জানিয়ে রাখি যে, বাংলাদেশের বিরুদ্ধে চলা প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬ রান করেন কোহলি (Virat Kohli)। এদিকে, দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৭ রান করে আউট হন তিনি।
MILESTONE
,* #ViratKohli #India #Tests #ODIs #T20Is #Sportskeeda pic.twitter.com/33z8wx1Ces
— Sportskeeda (@Sportskeeda) September 20, 2024
যদিও, দ্বিতীয় ইনিংসে তাঁর আউটের বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি (Virat Kohli) যদি রিভিউ নিতেন সেক্ষেত্রে তিনি আউট হওয়া থেকে রক্ষা পেতেন। কারণ, বলটি তাঁর ব্যাটে লেগেছিল। কিন্তু, তাঁকে এলবিডব্লিউ আউট দিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: শেয়ার বাজারে ঝড়, সেনসেক্স পৌঁছল “All Time High”-তে, ৫.৬ লক্ষ কোটির লাভ বিনিয়োগকারীদের
জানিয়ে রাখি যে, দীর্ঘদিন পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বহুদিন লাল বলের ক্রিকেট খেলেননি তিনি। কোহলি প্রচুর T20 এবং ODI খেলেছেন, কিন্তু তিনি ক্রমাগত টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। সম্ভবত সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে পুরোপুরি “ফ্লপ” হয়েছেন তিনি।
আরও পড়ুন: তিনিই সেরা! বাংলাদেশের বিরুদ্ধে চলা টেস্টে ইতিহাস গড়লেন বুমরাহ, নিয়ে ফেললেন ৪০০ উইকেট
দেশের মাটিতে ১২ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করলেন বিরাট কোহলি: এদিকে, কোহলি (Virat Kohli) দ্বিতীয় ইনিংসে ৬ রানে পৌঁছনোর সাথে সাথেই হোম গ্রাউন্ডে তাঁর ১২ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ হয়। বিরাট কোহলি পঞ্চম ব্যাটার যিনি দেশের মাটিতে ১২ হাজার বা তার বেশি আন্তর্জাতিক রান করেছেন। এই প্রসঙ্গে বড় রেকর্ডটি রয়েছে সচিন তেন্ডুলকারের। সব ফরম্যাট মিলিয়ে ২৫৮ টি ম্যাচে তিনি ১৪,১৯২ রান করেছিলেন। এরপর দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। যিনি ২৪৯ টি ম্যাচে করেছেন ১৩,১১৭ রান করেছেন। এদিকে, তৃতীয় অবস্থানে আছেন জ্যাক ক্যালিস। যিনি ২৩৪ ম্যাচে করেন ১২,৩০৫ রান। পাশাপাশি, চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তিনি দেশের মাটিতে ২৩৫ টি ম্যাচে ১২,০৪৩ রান করেছিলেন।